জাপান উপকূলে মার্কিন সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত

নভেম্বর ২৯, ২০২৩

জাপানের ইয়াকুশিমা দ্বীপ উপকূলে একটি মার্কিন সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় বুধবার (২৯ নভেম্বর) বিকেল ৩ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। জাপানের কোস্টগার্ড জানিয়েছে, উড়োজাহাজটিতে আটজন সেনা সদস্য ছিলেন। তবে তাদের সঙ্গে কী ঘটেছে তা এখনও নিশ্চিত করা যায়নি। এক প্রতিবেদনে এই খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট।

কোস্টগার্ডের মুখপাত্র কাজুও ওগাওয়া বলেছেন, দুর্ঘটনার কবলে পড়া উড়োজাহাজটি একটি অসপ্রে বিমান, যেটি একইসঙ্গে একটি হেলিকপ্টার এবং টার্বোপ্রপ ক্রাফট হিসেবে কাজ করে।

তিনি বলেন, কাগোশিমার দক্ষিণে ইয়াকুশিমার দ্বীপে দুর্ঘটনাস্থল থেকে একটি জরুরি কল পাওয়া যায়। কলটি একটি মাছ ধরার নৌকা থেকে করা হয়।

জাপানি সম্প্রচারমাধ্যম এমবিসি জানিয়েছে, স্থানীয় বাসিন্দারা বলছেন, সাগরে পড়ার সময় উড়োজাহাজটির বাম ইঞ্জিনে আগুন ধরে যায়।

ধারণা করা হচ্ছে, উড়োজাহাজটি ইওয়াকুনি থেকে ওকিনাওয়ার দিকে যাচ্ছিল।

তবে এ দুর্ঘটনার বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি জাপানের মার্কিন সামরিক বাহিনী। অসপ্রে কোন মার্কিন ঘাঁটির উড়োজাহাজ ছিল তা এখনও স্পষ্ট নয়।