চট্টগ্রামে বাসচাপায় প্রাণ গেলো তিন শিশুসহ ৭ জনের

নভেম্বর ৭, ২০২৩

চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারীতে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার সাত জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

নিহতদের মধ্যে তিন নারী, তিন শিশু ও একজন পুরুষ রয়েছে বলে নাজিরহাট হাইওয়ে থানার ওসি আদিল মাহমুদ জানিয়েছেন। তবে তৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুর ১২টায় হাটহাজারী উপজেলার চারিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ওসি আদিল মাহমুদ বলেন, ভাটিয়ারী থেকে যাত্রী নিয়ে আসা একটি সিএনজি অটোরিকশা বড়দিঘির পার হয়ে ফটিকছড়ির দিকে যাচ্ছিল। আর বাসটি ফটিকছড়ি থেকে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিল। সিএনজি অটোরিকশাটি চারিয়া বোর্ড স্কুল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাসটি চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে।

ওসি আরও বলেন, ধারণা করছি নিহতরা সকালেই সিএনজি অটোরিকশার যাত্রী এবং একই পরিবারের সদস্য হতে পারে। তারা মাইজভাণ্ডার শরীফের দিকে যাচ্ছিলেন বলে জেনেছি।

হাটহাজারী ফায়ার সার্ভিস স্টেশনে কর্মকর্তা শাহাজাহান বলেন, বাস এবং সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে সাত জন নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর চেষ্টা চলছে।