নাগোর্নো-কারাবাখে জ্বালানি ডিপোতে বিস্ফোরণে নিহত ২০, আহত ৩০০

সেপ্টেম্বর ২৬, ২০২৩

বিরোধপূর্ণ নাগোর্নো-কারাবাখ অঞ্চলের একটি জ্বালানি ডিপোতে শক্তিশালী বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহতদের মধ্যে অন্তত ৩০০ মানুষ হাসপাতালে ভর্তি। অনেকের অবস্থা সংকটাপন্ন। স্থানীয় আর্মেনীয় কর্তৃপক্ষের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি।

জাতিগত আর্মেনিয়ার বাসিন্দারা আতঙ্কে নাগোর্নো-কারাবাখ ছেড়ে আর্মেনিয়ার মূল ভূখণ্ডে প্রবেশের মধ্যেই এই ঘটনা ঘটলো। স্টেপানাকার্টের প্রধান শহরে সোমবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় কীভাবে বিস্ফোরণটি ঘটেছে, এখনও কারণ বের করতে পারেনি আজারবাইজান কর্তৃপক্ষ। এটি কোনও নাশকতা কিনা খতিয়ে দেখা হচ্ছে।

আহতদের অনেকের অবস্থা সংকটাপন্ন। নাগোর্নো-কারাবাখে উন্নত চিকিৎসা ব্যবস্থা তেমন একটা না থাকায়, নিহতের সংখ্যা বাড়তে পারে বলে শঙ্কা রয়েছে।

গত বছর ডিসেম্বর থেকে আজারবাইজান আর্মেনিয়া থেকে কারাবাখ যাওয়ার একমাত্র পথ অবরোধ করে দিলে নতুন করে উত্তেজনা ছড়ায়। গত মঙ্গলবার নাগোর্নো-কারাবাখে আজারবাইজানের সেনা অভিযানের ২৪ ঘণ্টার মাথায় রাশিয়ার মধ্যস্থতায় আত্মসমর্পণ করে আর্মেনিয়ার বিচ্ছিন্নতাবাদীরা। চুক্তি অনুযায়ী অস্ত্র জমা দেওয়া শুরু করে তারা।

আর্মেনীয় সরকার বলছে, ছিটমহল থেকে এখন পর্যন্ত সাড়ে ১৩ হাজার শরণার্থী দেশটিতে প্রবেশ করতে বাধ্য হয়েছে। নতুন করে সংকট শুরুর আগে অঞ্চলটিতে ১ লাখ ২০ হাজার আর্মেনিয়ান বসবাস করতো। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান অভিযোগ বলেছেন, জাতিগত নির্মূলের অভিযান চলছে অঞ্চলটি।