পাহাড় কেটে রাস্তা-ঘর নির্মাণের অভিযোগে মামলার নির্দেশ

আগস্ট ১৩, ২০২৩

চট্টগ্রাম নগরীতে পাহাড় কেটে রাস্তা এবং ঘর নির্মাণের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার নগরীর বায়োজিদ লিংক রোডের পার্শ্ববর্তী উত্তর পাহাড়তলী মৌজা এলাকায় পাহাড় কাটার অভিযোগে মামলা করার এ আদেশ দিয়েছেন নগরীর কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘শনিবার সকালে চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বায়েজিদ লিংক রোড দিয়ে যাতায়াত করেন। এ সময় পাহাড় কেটে রাস্তা নির্মাণের বিষয়টি তার নজরে আসলে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন। নির্দেশনা পেয়ে বায়েজিদ লিংক রোড সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে পাহাড় কাটার সঙ্গে সম্পৃক্তরা পালিয়ে যায়। সরেজমিনে দেখা যায়, সিডিএ লিংক রোডের পাশে প্রায় ৯০ ডিগ্রি খাড়াভাবে পাহাড় কেটে রাস্তা নির্মাণ করেছেন আকবর হোসেন খোকন নামের এক ব্যক্তি। ওই জায়গার মালিকানা ১৭ জনের। তবে অধিকাংশ জায়গার বায়নাসূত্রে মালিক আকবর। তাদের সবার বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইনে নিয়মিত মামলা করার জন্য পরিবেশ অধিদফতর এবং ওসিকে নির্দেশনা দেওয়া হয়।’

তিনি আরও বলেন, ‘এর আগে পরিবেশ অধিদফতর থেকে দুই দফা সরেজমিনে পরিদর্শন করে গেলেও পাহাড় কাটার বিরুদ্ধে কোনও রকম মামলা করেনি। জনস্বার্থে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

জেলা প্রশাসক বলেন, ‘লিংক রোডের পাশে পাহাড় কেটে অবৈধভাবে রাস্তা নির্মাণ করছে একটি চক্র। দ্রুততার সঙ্গে এর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। এ ক্ষেত্রে কারও ছাড় নেই। পাহাড় কাটার বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স। ইতোমধ্যেই যারা পাহাড় কেটেছে তাদের বিরুদ্ধে মামলার মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।’