ইতালিতে প্রবেশের পর নৌকা ডুবে ৪১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

আগস্ট ৯, ২০২৩

ইতালির লামপেদোসা দ্বীপে একটি নৌকা ডুবে ৪১ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। বুধবার উদ্ধারকারীরা এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্সকে।

অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন ওই নৌকায় থাকা ৪ জন। তারা উদ্ধারকারীদের জানিয়েছেন, তিউনিসিয়ার স্ফ্যাক্স থেকে নৌযানটিতে চড়ে ইতালির দ্বীপটিতে ভিড়েছিলেন। কিছু বুঝে ওঠার আগেই এটি তলিয়ে যায়।

তারা চার জন আইভরি কোস্ট ও গিনির নাগরিক। নিহতদের পরিচয় তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেনি উদ্ধারকারীরা।

এ ঘটনায় তিউনিসিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, ইউরোপে অবৈধ প্রবেশে এই পথটি গুরুত্বপূর্ণ হয়েছে উঠেছে অভিবাসন প্রত্যাশীদের কাছে। গত কয়েক দিনে লামপেদোসা থেকে ২ হাজার অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করে ইতালীয় কর্তৃপক্ষ।

এ বছর উত্তর আফ্রিকা থেকে অবৈধ উপায়ে সাগর পথে ইউরোপে প্রবেশ করতে গিয়ে ১ হাজার ৮০০ অভিবাসন প্রত্যাশী প্রাণ হারিয়েছেন। অবৈধভাবে ঝুঁকি নিয়ে ইউরোপে প্রবেশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্ক করার পরও থামছে না এই যাত্রা। এতে প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল। সূত্র: বিবিসি