পোল্যান্ডে আছড়ে পড়লো উড়োজাহাজ, নিহত ৫

জুলাই ১৮, ২০২৩

পোল্যান্ডের রাজধানী ওয়ারশ’র কাছে বিমানঘাঁটিতে একটি প্লেন বিধ্বস্ত হয়ে ৫ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন। বিমানঘাঁটির হ্যাঙ্গারে এটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা।

পুলিশ জানায়, বৈরী আবহাওয়ার কারণে ওই হ্যাঙ্গারে ১৩ জন লোক অবস্থান করছিলেন। হঠাৎ বিমানটি আছড়ে পড়ে। দমকল বাহিনী প্রাথমিক অবস্থায় এই দুর্ঘটনার জন্য খারাপ আবহাওয়াকে দায়ী করছে।

খবর পাওয়া মাত্রই উদ্ধারকাজে ক্রিসিনো গ্রামে ৪টি হেলিকপ্টার ও ১০টি অ্যাম্বুলেন্স পাঠিয়েছে সংশ্লিষ্ট বিভাগ। গ্রামটি পোল্যান্ডের রাজধানী থেকে ৪৭ কিলোমিটার দূরে। বিধ্বস্ত প্লেনটির মডেল ‘সেসনা ২০৮’।

উদ্ধারকারীরা বার্তা সংস্থা এএফপিকে জানায়, বিধ্বস্তের সময় প্লেনে তিন জন আরোহী ছিলেন। দুর্ঘটনার বিস্তারিত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। সূত্র: বিবিসি