উন্মুক্ত হলো ‘থ্রেডস’, প্রথম সাত ঘণ্টায় ১০ মিলিয়ন সাইন আপ

জুলাই ৬, ২০২৩

নতুন একটি সামাজিক যোগাযোগ অ্যাপ উন্মুক্ত করেছে মেটা। এটির নাম ‘থ্রেডস’।

বলা হচ্ছে, অ্যাপটি টুইটারের বিকল্প হিসেবে কাজ করবে।
এদিকে মেটার নতুন চালু হওয়া থ্রেডস অ্যাপের প্রথম সাত ঘণ্টায় দশ মিলিয়ন ব্যবহারকারী সাইন আপ করেছেন।

মেটার প্রধান মার্ক জাকারবার্গ এ তথ্য জানিয়েছেন। তিনি অ্যাপটিকে টুইটারের একটি ‘বন্ধুত্বপূর্ণ’ প্রতিদ্বন্দ্বী হিসেবে তুলে ধরেন।

টেক বিশেষজ্ঞরা বলছেন, থ্রেডস প্ল্যাটফর্মটি অসন্তুষ্ট টুইটার ব্যবহারকারীদের আকৃষ্ট করতে পারে।

থ্রেডসে ব্যবহারকারীরা ৫০০ শব্দ পর্যন্ত পোস্ট করতে পারবেন। এতে টুইটারের মতো অনেক ফিচার রয়েছে।

এর আগে, জাকারবার্গ বলেছিলেন যে, প্ল্যাটফর্মটি ‘বন্ধুত্বপূর্ণ…শেষ পর্যন্ত এটির সাফল্যের চাবিকাঠি হবে। ’

থ্রেডস অ্যাপটি ‘টুইটারের চেয়ে বড়’ হবে কি না, জানতে চাইলে জাকারবার্গ বলেছেন, এতে কিছুটা সময় লাগবে।

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়েই থ্রেডস অ্যাপটিতে লগ-ইন করতে পারছেন ব্যবহারকারীরা। ইউজার নেম, ফলোয়ার্স ও অন্যান্য তথ্য স্বয়ংক্রিয়ভাবে দেখাবে থ্রেডস।

অন্যান্য প্লাটফর্মের মতো থ্রেডস অ্যাপেও লাইক দেয়া, রিপোস্ট করা, রিপ্লাই দেয়া ও শেয়ার করার সুযোগ রয়েছে।