জমির আগাছা কাটার সময় বিদ্যুতায়িত হয়ে শিক্ষকের মৃত্যু

জুন ৩০, ২০২৩

জমির আগাছা কাটার সময় যশোরের চৌগাছায় বিদ্যুতায়িত হয়ে রেজাউল ইসলাম নামে এক অধ্যাপকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ জুন) দুপুরে চৌগাছা-কোটচাঁদপুর সড়কে পাতিবিলা জমি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

তিনি উপজেলার পাতিবিলা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মৃত আব্দুল ওয়াদুদের ছেলে এবং কাটগড়া ডা. সাইফুল ইসলাম ডিগ্রি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের সহ-অধ্যাপক হিসেবে সম্প্রতি পদোন্নতি পান।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ওই স্থানে বিদ্যুতের মেইন খুঁটির আর্থিংয়ের তারের সঙ্গে পার্শ্ববর্তী একটি চা-দোকানের আর্থিংয়ের তারের অবৈধ সংযোগ ছিল রেজাউল ইসলামের (৪৬) জমির আগাছার মধ্য দিয়ে।

আজ সকালে রেজাউল একটি বড় লোহার দা দিয়ে নিজের জমির আগাছা কাটার সময় অসাবধানতাবশত ওই আর্থিংয়ের তার কেটে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে পুলিশ সংবাদ পেয়ে লাশটি উদ্ধার করে।

চৌগাছা থানার পরিদর্শক (তদন্ত) জেল্লাল হোসেন বলেন, ‘লাশটি উদ্ধার করা হয়েছে। সেটি ময়নাতদন্তে পাঠানো হবে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’