পুলিশের তালিকা করছে বিএনপি, গয়েশ্বর বললেন গুজব

জুন ২৫, ২০২৩

‘গায়েবি ও মিথ্যা মামলা, গুম, খুন, সহিংস আক্রমণ, অগ্নিসংযোগসহ গণতন্ত্র পুনরুদ্ধারে বাধা প্রদানকারী’ ব্যক্তিদের তথ্য সংগ্রহে বিশেষ কমিটি গঠন করেছিল বিএনপি। গত ৩ জুন রাজধানীর নয়াপল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কমিটির ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। দলীয় সূত্র বলছে, গত ২১ জুন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী—মামলা, গুম ও খুনে যুক্ত আইনশৃঙ্খলা বাহিনীর অন্তত ৩ হাজার ৯১৪ জনের নাম এসেছে। যদিও রবিবার (২৫ জুন) বিএনপির স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বিষয়টিকে পুরোপুরি ‘গুজব’ বলে দাবি করেছেন।

রবিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘এখন একটি গুজব ছড়াচ্ছে, আমরা নাকি পুলিশের তালিকা করছি। আমাদের কেন পুলিশের তালিকা করতে হবে? এই সরকার গেলে পুলিশ নিজেই বলবে কে কী করেছে। যেটা এরশাদ পতনের পরে হয়েছে। পুলিশের তালিকা করছে বিএনপি—এরকম একটি গুজব ছড়িয়ে পুলিশকে ঐক্যবদ্ধ করতে চায়, যাতে তারা শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় রাখতে অটুট হয়ে যায়।’

তিনি আরও দাবি করেন, ‘সরকারের যে শক্তি, পুলিশ বাহিনীসহ অন্যদের ঐক্যবদ্ধ রাখতে নানা গুজব ছড়াবে। গণমাধ্যমেও খবরগুলো এমনভাবে আসছে—দেখলে মনে হবে সত্য, আসলে সত্য নয়।’

গত ৩ জুন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে আহ্বায়ক করে ১৪ জনের টিম করা হয়। ওই টিম প্রসঙ্গে রিজভী আহমেদ বলেছিলেন, ‘সহিংসতায় লিপ্ত ব্যক্তিদের নাম ও ভিডিও-অডিও রেকর্ড, ফটোগ্রাফ ইত্যাদি তথ্য সংগ্রহ করবে এই কমিটি।’

অনানুষ্ঠানিকভাবে প্রাপ্ত বিএনপির বিশেষ কমিটির তালিকায় দেখা গেছে, দলের নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলার তদন্ত কর্মকর্তা, অবৈধভাবে নির্দেশদাতা পুলিশ সুপার, ক্রসফায়ারে সরাসরি অংশ নেওয়া কর্মকর্তা ও পরবর্তীকালে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের সংখ্যা উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চেয়ে তথ্য সংগ্রহ কমিটির সদস্য এবং সাবেক পুলিশ কর্মকর্তা সালাউদ্দিন খানকে ফোন করা হলেও কথা বলা সম্ভব হয়নি। কমিটির আগের সদস্য মো. আবদুস সাত্তার পাটোয়ারী বলেন, ‘আমাদের কাজ এগিয়ে চলছে। সবকিছু জানাবেন কমিটির আহ্বায়ক রুহুল কবির রিজভী আহমেদ।’