ভারতে পিক্সেল ফোন উৎপাদন করবে গুগল

জুন ২১, ২০২৩

ভারতে পিক্সেল ফোন তৈরির পরিকল্পনা করছে গুগল। সেজন্য প্রতিষ্ঠানটি তার স্থানীয় সরবরাহকারীদের সঙ্গে আলোচনা করেছে কিছু স্মার্টফোন উৎপাদন ভারতে উৎপাদন করার বিষয়ে।

সম্প্রতি ব্লুমবার্গের সূত্রে এমনটি জানা গেছে। সংবাদমাধ্যমটি জানায়, বিশ্বের এই জায়ান্ট প্রতিষ্ঠানটি ভারতকে তাদের ম্যানুফ্যাকচারিং হাব বানাতে চাইছে। কেননা চীনে কোভিডে খুব কঠোর নিয়ন্ত্রণের জন্য সেখানে উৎপাদন ব্যাহত হচ্ছে।

এদিকে রয়টার্স জানায়, অ্যাপলের সাপ্লায়ার ফক্সকনকেও চলতি মাসের শুরুর দিকে ভারতে আইফোন উৎপাদনের জন্য একটি প্রকল্প দেওয়া হয়েছে। ব্লুমবার্গ জানায়, গুগল এই বিষয়ে লাভা ইন্টারন্যাশনাল লিমিটেড, ডিক্সন টেকনোলজিস ইন্ডিয়া এবং ফক্সকন টেকনোলোজি গ্রুপের ইন্ডিয়ান ইউনিট ভারত এফআইএইচ’র সঙ্গে আলোচনা করেছে।

তবে রয়টার্সের পক্ষ থেকে মন্তব্য চাওয়া হলে লাভা, ডিক্সকন, ভারত এফআইএইচ এবং গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট এ বিষয়ে এখনও কিছু জানায়নি।