ঈদে একদিন বাড়তি ছুটির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা

জুন ১৯, ২০২৩

ঈদুল আজহা উপলক্ষে একদিনের বাড়তি সরকারি ছুটি অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (১৯ জুন) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

আগের ঘোষণা অনুযায়ী, ঈদের ছুটি নির্ধারিত ছিল ২৮ থেকে ৩০ জুন (চাঁদ দেখার ওপর ঈদ নির্ভরশীল, তাই ছুটির তারিখও পরিবর্তনশীল)। তিন দিনের এই ছুটির সঙ্গে একদিন সাপ্তাহিক ছুটি মিলিয়ে চার দিন ছুটি পাচ্ছিলেন সরকারি চাকরিজীবীরা।

এ কারণে যাত্রী কল্যাণ সমিতিসহ অনেকেই ছুটি একদিন বাড়ানোর দাবি জানিয়েছিলেন। গত ১৩ জুন আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিও ঈদের সরকারি ছুটি একদিন (২৭ জুন) বাড়িয়ে চার দিন করার সুপারিশ করে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এখন সৌদি আরবে ২৮ জুন ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। সেই হিসাবে বাংলাদেশে ২৯ জুন ঈদুল আজহার দিন ধরা হয়েছে। তাই মানুষের ঈদযাত্রায় সুবিধার জন্য ঈদের আগে ২৮ জুনের সঙ্গে আরও একদিন বাড়িয়ে ২৭ জুন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করছে সরকার।

এ বিষয়ে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিবের সংবাদ ব্রিফিংয়ের পর মন্ত্রপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানা গেছে।