ইদের ছুটি এক দিন বাড়ানোর প্রস্তাব যৌক্তিক: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ১৮, ২০২৩

পবিত্র ইদুল আজহার ছুটি এক দিন বাড়াতে আইনশৃঙ্খলাবিষয়ক মন্ত্রিসভা কমিটির সুপারিশকে যৌক্তিক মনে করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ইদ সামনে রেখে রোববার (১৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলাবিষয়ক এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

আগামীকাল সোমবার মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা রয়েছে। ছুটির বিষয়ে আজ সাংবাদিকদের আসাদুজ্জামান খান বলেন, ‘এটি প্রস্তাব, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা।’ এর আগে গত মঙ্গলবার আইনশৃঙ্খলাবিষয়ক মন্ত্রিসভা কমিটির সভায় ইদের ছুটি এক দিন বাড়ানোর সুপারিশ করা হয়। ইদের ছুটি ২৭ জুন শুরু করার পক্ষে এ কমিটি।

মন্ত্রিসভায় এই সুপারিশ অনুমোদন পেলে ইদের ছুটি হবে ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত। এর পরদিন ১ জুলাই শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে এবারের ইদের ছুটি বাস্তবে পাঁচ দিন হবে। গত ইদুল ফিতরেও এক দিন ছুটি বাড়িয়েছিল সরকার।