যুক্তরাজ্যের নটিংহ্যামের রাস্তায় পড়ে ছিল ৩ জনের লাশ

জুন ১৩, ২০২৩

যুক্তরাজ্যের নটিংহ্যামের রাস্তায় তিনজনের লাশ পাওয়া গেছে। এটিকে তাৎক্ষণিকভাবে ‘গুরুতর ঘটনা’ আখ্যা দিয়েছে পুলিশ। এ ঘটনায় ৩১ বছর বয়সী এক সন্দেহভাজনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার (১৩ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

পুলিশ জানিয়েছে, কিছুটা দূরে তৃতীয় জনের মরদেহ পাওয়া যায়। এসব ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।

এক বিবৃতিতে নটিংহ্যামশায়ার পুলিশ জানায়, ভোর ৪টার দিকে পুলিশকে ইলকেস্টন রোডে ডাকা হয়েছিল। সেখানে পৌঁছালে রাস্তায় দুই জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। অন্যদিকে মিল্টন স্ট্রিটে অন্য তিনজনকে গাড়িচাপা দেওয়ার চেষ্টা করা হয়। ওই ঘটনায় তিন ব্যক্তি হাসপাতালে রয়েছেন।

এই পরিস্থিতিতে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা করা হয়েছে। পুলিশকে সশস্ত্র অবস্থায় তল্লাশি চালাতে দেখা গেছে।

চিফ কনস্টেবল কেট মেনেল এক বিবৃতিতে একে ভয়ংকর ও দুঃখজনক হিসেবে বর্ণনা করে বলেন, ‘একটি ঘটনা আরেকটির সঙ্গে জড়িত বলে মনে হচ্ছে। আমরা একজনকে হেফাজতে নিয়েছি। তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে। কী কারণে এ ঘটনা ঘটেছে তার তদন্ত শুরু করেছে গোয়েন্দারা।’