ডিজিটাল বাংলাদেশের সুবিধা প্রত্যন্ত অঞ্চলের মানুষ পাচ্ছে: তথ্যমন্ত্রী

মে ৩০, ২০২৩

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আজকে ডিজিটাল বাংলাদেশের সুবিধা প্রত্যন্ত অঞ্চলের মানুষ পাচ্ছে। প্রশাসন পরিচালনায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার হচ্ছে। সেই প্রেক্ষাপটে আমরা নতুন ধারণা উপস্থাপন করেছি ‘স্মার্ট বাংলাদেশ’। স্মার্ট বাংলাদেশ হচ্ছে মানুষকে স্মার্ট সিটিজেন করা, স্মার্ট সোসাইটি গঠন, স্মার্ট গর্ভন্যান্স ও স্মার্ট বিজনেস।’

মঙ্গলবার (৩০মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক এবং ঢাকা স্টক একচেঞ্জ লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু রচিত ‘স্বপ্নের স্মার্ট বাংলাদেশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ গ্রন্থের মোড়ক উন্মোচনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূইয়া প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রকৃতপক্ষে বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যেতে হবে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘বিশ্বায়নের এ যুগে মানুষ নিজের জন্য ছুটছে, খ্যাতির জন্য ছুটছে, বিত্তের জন্য ছুটছে। এই ছুটোছুটি করতে গিয়ে মানুষের মানবিকতা, মানবিক মূল্যবোধ হারিয়ে যাচ্ছে। আমরা স্মার্ট বাংলাদেশ বানাতে গিয়ে, স্মার্ট সোসাইটি বানাতে গিয়ে— আমরা যেন মানুষের মৌলিক গুণাবলি হারিয়ে না ফেলি। মানুষ যেন মানবিকতা হারিয়ে না ফেলে। মানুষের মনুষ্যত্ব যেন হারিয়ে না যায়। মানুষের মমত্ববোধ যেন হারিয়ে না যায়।’