নাগরিকদের কানাডা ভ্রমণ না করার পরামর্শ রাশিয়ার

এপ্রিল ২৩, ২০২৩

শারীরিক সহিংসতা ও বৈষম্যসহ এমন অনেক অভিযোগ এনে নাগরিকদের কানাডায় ভ্রমণ এড়াতে পরামর্শ দিয়েছে মস্কো। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার (২২ এপ্রিল) এ তথ্য জানিয়েছে।

প্রথম থেকেই ইউক্রেনে রাশিয়ার হামলার বিরুদ্ধে কানাডা। এর জেরে শতাধিক রুশ সরকারি কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে অটোয়া। অনেক ব্যবসা প্রতিষ্ঠানের ওপর একইভাবে নিষেধাজ্ঞা দেয়। এ নিয়ে দুই দেশের সম্পর্ক তলানিতে ঠেকেছে।

রুশ নাগরিকদের প্রতি বৈষম্যের অনেক উদাহরণ টেনে কানাডায় না যেতে অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভ্রমণ সতর্কবার্তায় জানিয়েছে, শারীরিক সহিংসতাসহ, পর্যটন, শিক্ষা এবং ব্যবসায়িক সম্পর্কের অংশ হিসেবে কানাডায় রুশ নাগরিকদের আপতাত ভ্রমণে বিরত থাকতে অনুরোধ জানানো হচ্ছে।

গত ২০ এপ্রিলের পরামর্শটি শনিবার (২২ এপ্রিল) মন্ত্রণালয়ের প্রধান টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা হয়।

২০২২ সালে ইউক্রেনে যুদ্ধ শুরুর পর কানাডা তার নাগরিকদের রাশিয়ায় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছিল। জবাবে রাশিয়া গত সপ্তাহে অলিম্পিয়ানসহ কানাডার ৩৩৩ কর্মকর্তা এবং জনসাধারণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। সূত্র: রয়টার্স