পাকিস্তানে একাধিক বিস্ফোরণ, নিহত ৫

ডিসেম্বর ২৬, ২০২২

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একাধিক বিস্ফোরণে পাঁচজন নিহত এবং দশজন আহত হয়েছে।

গত রবিবার, কোয়েটার সবজাল রোডে গ্রেনেড বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়।

কোয়েটা পুলিশদের তথ্য অনুযায়ী, ঐ রাস্তায় দুইটি হাতবোমা নিক্ষেপ করা হয়েছিল, যার মধ্যে একটি বিস্ফোরিত হয় এবং অপরটিকে নিস্ক্রিয় করা হয়েছে।

এ ঘটনার নিন্দা জানিয়ে বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী, আব্দুল কুদ্দুস বিজেঞ্জো পুলিশ প্রধানকে শহরের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করতে বলেন।

গত কয়েক সপ্তাহে পাকিস্তানের বিভিন্ন স্থানে ব্যাপক সন্ত্রাসী হামলা সংঘটিত হয়েছে। সম্প্রতি, খাইবার পাখতুনখোয়ার বান্নু শহরে, সন্ত্রাসী দল তেহরিক-ই-তালেবান পাকিস্তান, কাউন্টার টেরোরিজম বিভাগের (সিটিডি) জায়গা নিজেদের দখলে নিয়ে নিয়েছে।

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম সীমান্ত এবং বেলুচিস্তানের চামান শহরের আফগান সীমান্তে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলার খবর পাওয়া যায়।

আফগান তালেবানেরা গত বছরের আগস্টে আফগানিস্তানের ক্ষমতা দখল করে৷ টিটিপি এদের সাথেই সংযুক্ত। গত নভেম্বর মাসে পাকিস্তান সরকারের সাথে আফগান তালেবানদের মধ্যস্ততাকৃত যুদ্ধবিরতির সমাপ্তি ঘোষণার পর থেকে কট্টরপন্থী এই ইসলামিক সংগঠনটি সন্ত্রাসী হামলার পরিমাণ ব্যাপক হারে বাড়িয়েছে।