প্যারিসে বন্দুকধারীর হামলায় নিহত ৩

ডিসেম্বর ২৩, ২০২২

ফ্রান্সের রাজধানী প্যারিসে বন্দুকধারীর হামলায় তিন ব্যক্তি নিহত ও চার ব্যক্তি আহত হয়েছে। শুক্রবার দেশটির পুলিশ ও প্রসিকিউটররা এই তথ্য জানিয়েছে। এর আগে হামলায় দুই ব্যক্তি নিহতের কথা জানানো হয়েছিল। পরে নিহতের সংখ্যা একজন বাড়িয়ে তিন জন বলা হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ফরাসি কর্মকর্তারা বলেছেন, বন্দুকধারীর মোটিভ স্পষ্ট নয়। আহত চারজনের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

এক দোকানদার এএফপিকে বলেছেন, তিনি সাত বা আটটি গুলির শব্দ শুনেছেন। আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমরা দোকান তালাবদ্ধ করে ভেতরে অবস্থান করি।

অপর এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, কুর্দি কমিউনিটি সেন্টার ও রেস্তোরাঁ লক্ষ্য করে এই হামলা চালানো হয়। প্রসিকিউটররা বলছেন, হামলার নেপথ্যে বর্ণবাদী মোটিভও খতিয়ে দেখা হবে।

কর্তৃপক্ষ প্যারিসের ১০তম জেলার স্ট্রাসবুর্গ-সেইন্ট ডেনিস এলাকা এড়িয়ে চলতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।

সন্দেহভাজন হামলাকারী হিসেবে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি সম্প্রতি কারাগার থেকে ছাড়া পেয়েছে।