ঢাকায় হবে পশ্চিমবঙ্গ বইমেলা: দীপু মনি

ডিসেম্বর ৩, ২০২২

ঢাকাতে পশ্চিমবঙ্গ বইমেলা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় কলকাতার বইপাড়া খ্যাত কলেজ স্ট্রিটের কলেজ স্কোয়ারে শুরু হয়েছে ১০তম বাংলাদেশ বইমেলা। সেই অনুষ্ঠানে যোগ দিয়ে শিক্ষামন্ত্রী এ তথা জানান।

অনুষ্ঠানে যোগ দিয়ে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ‘পশ্চিমবঙ্গে যেমন বাংলাদেশ বইমেলা হচ্ছে, তেমনই বাংলাদেশেও যদি এখানকার প্রকাশ করা বইয়ের মেলা হয়, তবে সেখানকার মানুষও পশ্চিমবঙ্গের বই পড়তে পারবেন।’ তার এ ইচ্ছাকে বাস্তবে রূপ দেওয়ার কথা জানিয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘বাংলাদেশেও পশ্চিমবঙ্গের বইমেলা হবে। আমাদের প্রকাশক, লেখক সবার সাহায্য আপনারা পাবেন। আমাদের সব বইয়ের দোকানে পাওয়া যায় পশ্চিমবঙ্গের বই।’

 

ব্রাত্য বসু বলেন, ‘মানুষের সব থেকে বড় সঙ্গী বই। দুই বাংলার সেতুবন্ধনের কাজ করছে বই। কলেজ স্ট্রিটেই কলকাতা বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি কলেজ। এটা বইপ্রেমী মানুষদের পীঠস্থান।’

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘পশ্চিমবঙ্গকে বিদেশ বলে মনে হয় না। আমাদের দুই দেশের সম্পর্ক খুব নিবিড়। পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রীর মতো মুখ্যমন্ত্রীর সঙ্গেও আমাদের প্রধানমন্ত্রীর সম্পর্ক খুব ভালো। তাই দুই দেশের পাশাপাশি দুই বাংলার সম্পর্কও মধুর।’