বাংলাদেশকে ধন্যবাদ আর্জেন্টিনা দলের

ডিসেম্বর ২, ২০২২

কাতারে চলছে ফুটবল বিশ্বকাপ। তবে বিশ্বকাপের উন্মাদনায় কাঁপছে বাংলাদেশও। বাংলাদেশ ফুটবল সমর্থকরা বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিল দলে বিভক্ত। দুদলের ম্যাচেই দেশের বিভিন্ন প্রান্তে ভক্তদের উন্মাদনা দেখা যায়।

এদিকে পোল্যান্ডকে হারিয়ে শেষ ষোলোতে পা রেখেছে আর্জেন্টিনা। এই জয়ে বাংলাদেশের আর্জেন্টিনার সমর্থকদের উল্লাস চোখে পড়ার মতো। এবার আর্জেন্টিনাকে সমর্থন দেওয়ার জন্য আর্জেন্টিনার ফুটবলের অফিসিয়াল টুইটার আইডি ধন্যবাদ জানিয়ে টুইট করেছে। সঙ্গে দেওয়া হয়েছে কয়েকটি ছবিও।

এর আগে ফিফা বাংলাদেশের ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের ছবি টুইট করেছিল।

বাংলাদেশের কয়েকটি অঞ্চলের খেলা এর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। আর্জেন্টিনার ফুটবলের অফিসিয়াল টুইটার আইডি ‘Seleccion Argentina’ বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে। সেখানে তারা লিখেছে, ‘ধন্যবাদ আমাদের দলকে সমর্থন দেওয়ার জন্য। তারাও আমাদের মতো পাগল সমর্থক।’

এদিকে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি এক টুইট বার্তায় বাংলাদেশের সমর্থকদের ধন্যবাদ জানান।

তিনি লেখেন, বছর বছর ধরে আর্জেন্টিনার জাতীয় দলের জার্সি নিয়ে উন্মাদনা চলে আসছে। কারণ আমাদের একজন দিয়াগোম্যারাদোনা ছিল এবং এখন একজন মেসি আছে। এটা আমাদের আনন্দিত করেছে যে, বাংলাদেশসহ অনেক জায়গার মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছে। ধন্যবাদ বাংলাদেশের জনগণকে।