ছাত্রলীগ নেত্রী ক্ষমা না চাইলে কঠোর কর্মসূচির হুমকি ইডেন শিক্ষার্থীদের

সেপ্টেম্বর ২৭, ২০২২

ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীদের নিয়ে ছাত্রলীগের বহিষ্কৃত সাংগাঠনিক সম্পাদক সামিয়া আক্তার বৈশাখী বিতর্কিত বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। সেইসঙ্গে বৈশাখী প্রকাশ্যে ক্ষমা না চাইলে কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি দিয়েছেন তারা।

গণমাধ্যমে ছাত্রলীগ নেত্রী বৈশাখীর বক্তব্যের প্রতিবাদে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ইডেন কলেজের সামনে এক মানববন্ধনে এসব দাবি জানানো হয়। এ কর্মসূচিতে কয়েকশ শিক্ষার্থী নানা বক্তব্য লেখা প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন।

মানববন্ধনে অংশ নেওয়া বেশ কয়েকজন শিক্ষার্থী বলেন, ছাত্রলীগ নেত্রীদের নিজেদের মধ্যে আধিপত্য ও স্বার্থের দ্বন্দ্বে কেন ইডেন কলেজ কলুষিত হবে? তারা তো সাধারণ শিক্ষার্থীদের সমস্যা বা সুবিধা-অসুবিধা নিয়ে কথা বলে না। সব শিক্ষার্থীও তো ছাত্রলীগ করে না। তাহলে সাধারণ শিক্ষার্থীদের কেন চরিত্রিক অপবাদ দেওয়া হবে? এটা অন্যায়। তাকে (বৈশাখী) এ জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

ক্ষমা না চাইলে কলেজের সম্মানহানির জন্য ছাত্রলীগ নেত্রী বৈশাখীকে বহিষ্কারের দাবি জানানো হয় মানববন্ধন থেকে। অন্যথায় পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি দেন শিক্ষার্থীরা। ৩৫ হাজার শিক্ষার্থীর পক্ষ থেকে কর্মসূচি দেওয়া হয়েছে বলেও জানান আয়োজকরা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে অনেক বিখ্যাত নারী ইডেন কলেজের শিক্ষার্থী ছিলেন উল্লেখ করে মানববন্ধনকারীরা বলেন, ছয়টি হলে বিপুল সংখ্যক শিক্ষার্থী থাকেন। তারা পড়াশোনা করতে এসেছেন। আমরা সুনামের সঙ্গে শিক্ষাজীবন শেষ করতে চাই। এখানে সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা কর্তৃপক্ষের দায়িত্ব। ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলে যদি বার বার সাধারণ শিক্ষার্থীদের ভুক্তভোগী হতে হয়, তাহলে এই ছাত্র রাজনীতি আমরা চাই না।

এর আগে কর্মীদের কর্মকাণ্ডে বিতর্কের মুখে রবিবার (২৫ সেপ্টেম্বর) মধ্যরাতে ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। সেইসঙ্গে ‘শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে’ জড়িত থাকার অপরাধে, প্রাথমিকভাবে প্রাপ্ত প্রমাণের ভিত্তিতে ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের কয়েকজন নেতৃরীকে স্থায়ী বহিস্কার করার কথা জানানো হয়।