সারা বিশ্বেই বাড়ছে জ্বালানি তেলের দাম

আগস্ট ১১, ২০২২

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পর থেকেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী। জানুয়ারীতে প্রতি লিটার ডিজেল বিক্রীতে লোকসান হতো ৩.০৬ টাকা সেটা জুন মাসে এসে ঠেকে ৫৪.৪৭ টাকাতে। গত নভেম্বর থেকে দেশের বাজারে ডিজেলের বিক্রয় মূল্য ছিল ৮০ টাকা।

বিপিসির লোকসানের চিত্রটা এক নজরে দেখে নেয়া যাক:

জানুয়ারি ২০২২: ডিজেল আমদানীতে খরচ ৮৩.০৩ টাকা বিক্রয় মূল্য ৮০ টাকা লোকসান ৩.০৬ টাকা

ফেব্রুয়াররি ২০২২: ডিজেল আমদানীতে খরচ ৮৯.৮৫ টাকা বিক্রয় মূল্য ৮০ টাকা লোকসান ৯.৮৫ টাকা

মার্চ ২০২২: ডিজেল আমদানীতে খরচ ১০৭.০২ টাকা বিক্রয় মূল্য ৮০ টাকা লোকসান ২৭.০২ টাকা

এপ্রিল ২০২২: ডিজেল আমদানীতে খরচ ১১০.৯৭ টাকা বিক্রয় মূল্য ৮০ টাকা লোকসান ৩০.৯৭ টাকা

মে ২০২২: ডিজেল আমদানীতে খরচ ১১৬.১৬ টাকা বিক্রয় মূল্য ৮০ টাকা লোকসান ৩৬.১৬ টাকা

জুন ২০২২: ডিজেল আমদানীতে খরচ ১৩৪.৪৭ টাকা বিক্রয় মূল্য ৮০ টাকা লোকসান ৫৪.৪৭ টাকা

জুলাই ২০২২: ডিজেল আমদানীতে খরচ ১২২.১৩ টাকা বিক্রয় মূল্য ৮০ টাকা লোকসান ৪২.১৩ টাকা

বৈশ্বিক জ্বালানি বাজারে দাম কমে আসলে সরকার ২০১৬ সালের ২৫ এপ্রিল দেশের বাজারেও মূল্য সমন্বয়ের মাধ্যমে দাম কমিয়েছিল ডিজেল ও অকটেনের। ভবিষ্যতে আবারো দাম কমে আসলে মূল্য সমন্বয়ের মাধ্যমে দাম কমানোর ঘোষণা দিয়েছে সরকার।