এবার বৈশাখে লাল টিপ পরে এসো

এপ্রিল ৪, ২০২২

  এস এম আববাস: এবার বৈশাখে তুমি লাল টিপ পরে এসো
যদিও সবুজ বা কালো টিপে তোমাকে ভীষণ মানায়
সবুজ আর লাল পেড়ে শাড়িতে
লাল টিপ পরা তোমাকে ভীষণ ভালো লাগে।
তোমাকে সহস্রবার দেখতে ইচ্ছে করে।
তুমি লাল টিপ পরে এসো, আমি বাংলাদেশ নিয়ে আসবো।
লাল টিপ পরে এসো আমি তোমাকে বাংলাদেশ দেবো।

তুমি কি জানো তোমাকে টিপ পরলে কেমন দেখায়?
জানো না তো
লাল সবুজের বাংলাদেশ দেখেছ?
তুমি লাল টিপ পরলে আমি বাংলাদেশ দেখি
আমার মায়ের মুখচ্ছবি দেখি,
দেখি সবুজ বনে এক চিলতে ভালোবাসা
ফেব্রুয়ারি এলে দেখি পলাশ আর শিমুল
লাল টিপের মধ্যে বসন্তে আমার বোনকে দেখি
কী আহ্লাদে মায়ের কোলে ফিরেছে উৎসবে যোগ দিতে।

তুমি লাল টিপ পরে আসলে আমি মুক্তিযুদ্ধ দেখি,
বাঁচার ইচ্ছে হয় হাজার বছর
তুমি লাল টিপ পরে আসলে প্রকৃত বাঙালি হয়ে উঠি।

তুমি লাল টিপ পরে যখন আমার পাশে বসো
তখন কেবলি মনে পড়ে আমার মায়ের রাঙা মুখ
গেরস্ত বাড়িতে আনন্দ পার্বণ।

তুমি লাল টিপ পরে আমার পাশে বসলে মনে হয়
লাল সবুজের পতাকা বয়ে বেড়াবো কোটি কোটি বছর
তুমি লাল টিপ পরেই এসো এবার বৈশাখে।
তোমার জন্য এবার নির্ভয় বাংলাদেশ নিয়ে আসবো
হাতের মুঠোয় রেখো দেবো তোমার জন্য।
আসছে বৈশাখে না হয় লাল টিপ পরেই এসো।