আমদানি পণ্যের ভ্যাট কমানোর নির্দেশ

মার্চ ১৪, ২০২২

 

ভোজ্যতেলসহ আমদানি পর্যায়ে ‘সর্বোচ্চ‘ ভ্যাট কমানোর নির্দেশনা দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (১৪ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

বৈঠকে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে এবং মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সচিবালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেন। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে গতকাল সংশ্লিষ্ট মন্ত্রীদের বৈঠকের কথা তুলে ধরে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘গতকালের বিষয়গুলো প্রধানমন্ত্রী এগ্রি করেছেন এবং খুব স্ট্রংলি একটা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছেন।’

এরই মধ্যে তেলসহ বিভিন্ন নিত্যপণ্যের ভোক্তা পর্যায়ে ভ্যাট কমানোর বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে আজই (সোমবার) এসআরও (স্ট্যাটিউটরি রেগুলেটরি অর্ডার) জারি করা হবে।’