৩৪ হাজার প্রার্থী পেলেন শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশ

জানুয়ারি ২১, ২০২২

তৃতীয় গণবিজ্ঞপ্তির ৩৮ হাজার ২৮৩ জনের মধ্যে চূড়ান্ত নিয়োগের সুপারিশ পেলেন ৩৪ হাজার ৭৩ জন প্রার্থী। সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগদানের নির্দেশনা  দিয়েছে সরকার।

শুক্রবার (২১ জানুয়ারি) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সই করা এবং শুক্রবার ( ২১ জানুয়ারি) প্রকাশ করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তৃতীয় গণবিজ্ঞপ্তির আওতায় গত ১৫ এবং ১৬ জুলাই ৩৮ হাজার ২৮৩ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচন করা হযয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গত ১৭ জানুয়ারির নির্দেশনা অনুযায়ী পুলিশ/নিরাপত্তা ভেরিফিকেশন কার্যক্রম চলমান অবস্থায় ৩৪ হাজার ৭৩ জন প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। এসব প্রার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানকে এসএমএস-যোগে অবহিত করা হয়। সংশ্লিষ্ট প্রার্থীকে এনটিআরসিএ’র ওয়েবসাইটে প্রবেশ করে স্ব স্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে সুপারিশপত্র ডাউনলোড করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সুপারিশপত্রে উল্লিখিত তারিখের মধ্যে যোগদান করতে বলা হয়েছে।

অবশিষ্ট প্রার্থীদের মধ্যে ৪ হাজার ১৯৮ জনকে ভিআর ফরম না পাঠানোয়, ৯ জনকে প্রতিষ্ঠান সরকারিকরণ হওয়ায় এবং ৩ জনকে তৃতীয় নিয়োগ বিজ্ঞপ্তির ১০নং শর্ত ভঙ্গ করে মহিলা শিক্ষা প্রতিষ্ঠানে শরীরচর্চা শিক্ষক পদে আবেদন করায়—মোট ৪ হাজার ২১০ জন প্রার্থীকে সুপারিশ করা হয়নি। যে সকল প্রার্থীকে সুপারিশ করা হয়নি তাদের তালিকা এনটিআরসিএ’র ওয়েবসাইটের ৩য় গণবিজ্ঞপ্তি নামক সেবা বক্সে দেখা যাবে।

যে সকল প্রার্থী ভিআর ফরম প্রেরণ করেননি তাদেরকে আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে ভিআর ফরম এনটিআরসিএ অফিসে সরাসরি অথবা রেজিস্টার্ড ডাক যোগে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো। অন্যথায় তাদের প্রাথমিক নির্বাচন বাতিল বলে গণ্য হবে। এ সকল প্রার্থী ভিআর ফরম প্রেরণ করে এনটিআরসিএ’র ই-মেইল office@ntrca.gov.bd এবং 01635405801 নং মোবাইলে এসএমএস করে অবহিত করবেন।