এক ডোজ পেয়েছে ৪১ লাখ স্কুল শিক্ষার্থী

জানুয়ারি ৫, ২০২২

রাজধানীসহ সারাদেশে মঙ্গলবার (৪ জানুয়ারি) করোনা প্রতিরোধক টিকার ১০ লাখ ৯০ হাজার ১০ ডোজ দেওয়া হয়েছে। আর এখন পর্যন্ত ৪১ লাখ ৩৩ হাজার ৬৯৩ স্কুল শিক্ষার্থী টিকার প্রথম ডোজ পেয়েছে। দ্বিতীয় ডোজ পেয়েছে ৫ লাখ ৭১ হাজার ৮৭১ জন। মঙ্গলবার (৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার (৪ জানুয়ারি) শিক্ষার্থীসহ ৭ লাখ ১৮ হাজার ৮৩২ জনকে প্রথম ডোজ এবং ৩ লাখ ৭১ হাজার ১৭৮ জনকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। এরমধ্যে ১ লাখ ৭৭ হাজার ৫৯৩ জন শিক্ষার্থী প্রথম ডোজ এবং ৬৬ হাজার ৯৮৫ জন শিক্ষার্থী পেয়েছে দ্বিতীয় ডোজ।

এখন পর্যন্ত ৭ কোটি ৫৭ লাখ ৮৯ হাজার ২৮৬ জনকে প্রথম ডোজ এবং ৫ কোটি ৩৫ লাখ ৮২ হাজার ৬৪০ জনকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। এগুলো অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, সিনোভ্যাক, ফাইজার এবং মডার্নার টিকা।

গত ১ নভেম্বর রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের নবম শ্রেণির দুই শিক্ষার্থীকে টিকা দেওয়ার মধ্য দিয়ে দেশে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়।