মালিবাগে ১০ ককটেল বিস্ফোরণ

এপ্রিল ২৩, ২০১৩

Hartal-malibagh-bg20130422213247ঢাকা জার্নাল: বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা টানা হরতালের প্রথমদিনে মঙ্গলবার সকাল সাতটায় রাজধানীর মালিবাগে ১০টি ককটেল বিস্ফোরিত হয়েছে। এ ঘটনার পর থেকে মালিবাগ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মালিবাগ এলাকায় হরতালের সমর্থনে ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দল দক্ষিণ একটি মিছিল বের করার পরপরই পুলিশ মিছিলকারীদের ধাওয়া দেয়। এসময় মিছিল থেকে ১০টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এরপর মিছিলকারীরা আশেপাশের বিভিন্ন গলিতে পালিয়ে যায়।

ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দল দক্ষিণের যুগ্ম-আহ্বায়ক নজরুল ইসলাম বলেন, “আমাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ ধাওয়া করেছে। এভাবে আন্দোলন রোধ রাখা যাবে না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সব নেতার মুক্তি না দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”

শুধু নেতাদের মুক্তি নয়, তত্ত্বাবধায়ক সরকার পুনরুদ্ধারের দাবিও আন্দোলনের মাধ্যমেই আদায় করা হবে বলে জানান তিনি।

ঢাকা জার্নাল, এপ্রিল ২৩, ২০১৩

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.