লঞ্চে অগ্নিকাণ্ড: দেড় লাখ টাকা করে পাবে নিহতদের পরিবার

ডিসেম্বর ২৪, ২০২১

ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবারকে দেড় লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী।

শুক্রবার (২৪ ডিসেম্বর) বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে দগ্ধ যাত্রীদের দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।

নৌ-প্রতিমন্ত্রী বলেন, যাত্রী কল্যাণ সমিতি থেকে নিহতদের প্রত্যেক পরিবারকে দেড় লাখ টাকা করে দেওয়া হবে। জেলা প্রশাসনের উদ্যোগে দাফন-কাফনের ব্যবস্থা করা হবে।

এছাড়া যারা হাসপাতালে চিকিৎসাধীন তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে তিনি।

খালিদ মাহমুদ বলেন, ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত করে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক (বরিশাল) কামাল উদ্দিন ভূঁইয়া নিশ্চিত করেছেন।

আশপাশের হাসপাতাল ও ক্লিনিকে দগ্ধ অনেকের মৃত্যু হওয়ায় হতাহতের প্রকৃত সংখ্যা নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে মাঝনদীতে লঞ্চটিতে আগুন লাগে বলে জানা গেছে।