‘মাদককে না বলুন’ কর্মসূচি সব শিক্ষা প্রতিষ্ঠানে পালনের নির্দেশ

ডিসেম্বর ৬, ২০২১

‘মাদককে না বলুন’ কর্মসূচি সব শিক্ষা প্রতিষ্ঠানে পালনের নির্দেশ নিয়েছে সরকার। গত ২ ডিসেম্বর স্বাক্ষর করা এ সংক্রান্ত চিঠি রবিবার (৫ ডিসেম্বর) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার পর শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এই নির্দেশনা দেয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাধ্যমিক শিক্ষার সব অঞ্চলের উপপরিচালক এবং জেলা শিক্ষা অফিসাদের নির্দেশনা দেওয়া হয়েছে চিঠিতে।

এর আগে গত ১১ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কক্ষে পাঠদান শুরুর আগে ‘মাদককে না বলুন’ কর্মসূচি পালন করতে বলা হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপচিালককে এই নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি এবং সামাজিক আন্দোলন গড়ে তোলার অংশ হিসেবে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানায় শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের গত ১১ নভেম্বরের চিঠিতে বলা হয়, মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি এবং সামাজিক আন্দোলন সংক্রান্ত কমিটির সভার সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে।

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার অংশ হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর গত ৭ নভেম্বর শিক্ষা মন্ত্রণলয়কে পত্র দেয়। এরপর গত ১০ নভেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিবের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ‘মাদককে না বলা’র কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভার সিদ্ধান্তে বলা হয়, বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানে যেদিন যে শ্রেণির পাঠদান থাকবে, সেদিন সে শ্রেণিতে পাঠদান শুরুর আগে মাদকের বিরুদ্ধে না বলা কর্মসূচি পালন করতে হবে।

আর ২০২২ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে করোনাজনিত পরিস্থিতি স্বাভাবিক হলে সময় ও তারিখ নির্ধারণ করে দেশের সকল শিক্ষ প্রতিষ্ঠানে এই কর্মসূচি বাস্তবায়ন করতে হবে।