আইডিয়াল স্কুলের অধ্যক্ষ ড. শাহান আরাকে দুদকের জিজ্ঞাসাবাদ

নভেম্বর ১৫, ২০২১

রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. শাহান আরা বেগমকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১৫ নভেম্বর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত দুদকের সহকারী পরিচালক আতাউর রহমান তাকে জিজ্ঞাসাবাদ করেন। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেন।

দুদক সূত্র জানায়, ভর্তি বা ণিজ্য ও ফরম পূরণে অতিরিক্ত অর্থ এবং অবৈধ সম্পত্তি অর্জনের অভিযোগে অধ্যক্ষ ড. শাহান আরা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দেয় দুদক। সোমবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় তার দুদক কার্যালয়ে আসার কথা ছিল। তবে তিনি বিকাল ৩টার দিকে দুদক কার্যালয়ে উপস্থিত হলে অনুসন্ধান কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদ করেন।

অধ্যক্ষ ড. শাহান আরা বেগম ও অফিস সহকারী আতিকুর রহমান খান সিন্ডিকেট করে অবৈধভাবে ভর্তি বাণিজ্য করে বিপুল অর্থ আয় করেন বলে অভিযোগ রয়েছে। এই অভিযোগে অফিস সহকারী আতিকের ব্যাংকে শতকোটি টাকা লেনদেনের বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে শিক্ষা মন্ত্রণালয় থেকে বিষয়টি তদন্ত করার জন্য চিঠি দেওয়া হয়েছিল।