মণিপুরে অতর্কিত হামলায় চার ভারতীয় সেনাসহ নিহত ৬

নভেম্বর ১৩, ২০২১

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে মিয়ানমার সীমান্তের কাছে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় চার ভারতীয় সেনাসহ ছয়জন নিহত হয়েছে। এই হামলায় আহত দুই সেনার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, শনিবার (১৩ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১০টায় মণিপুরের মিয়ানমার সীমান্ত লাগোয়া চূড়াচাঁদপুর জেলায় সন্ত্রাসী হামলায় আসাম রাইফেলসের এক কর্নেল, তার স্ত্রী ও এক সন্তানসহ ছয়জন নিহত হয়েছেন।

মণিপুর-ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) এই হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে। যদিও কোনও গোষ্ঠী এখনও এর দায় স্বীকার করেনি।

দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় অনেক রাজ্যের মতো মণিপুরেও ডজনখানেক সশস্ত্র গোষ্ঠী রয়েছে। যারা হয় স্বায়ত্তশাসন বা বিচ্ছিন্নতার জন্য লড়াই করছে।

এর জন্য ভারতের চীন, মিয়ানমার, বাংলাদেশ ও ভুটানের সঙ্গে সীমান্ত রয়েছে এমন এলাকায় কয়েক দশক ধরে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

২০১৫ সালে মণিপুরে সন্ত্রাসীদের আক্রমণে ২০ জন ভারতীয় সেনা নিহত হয়েছিল। এরপর সেনাবাহিনী সার্জিক্যাল স্ট্রাইক শুরু করেছিল।