শিক্ষামন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণা

অক্টোবর ১৯, ২০২১

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির নাম ব্যবহার করে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা হাতিয়ে নিতে ফাঁদ পেতেছে প্রতারকরা। আর সে কারণে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিক্ষার্থীদের এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বলেন, ‘শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের সচেতন থাকতে বলেছেন। প্রতারকরা শিক্ষামন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণা করছে।’

মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের তার ফেসবুক টাইমলাইনে লিখেছেন, ‘প্রতারিত হবেন না প্লিজ। প্রতারকরা শিক্ষামন্ত্রীর নাম ব্যাবহার করে প্রতারণার অভিনব ফাঁদ পেতেছে। সতর্ক হন: নিরাপদ থাকুন।’

এ বিষয়ে এম এ খায়ের বলেন, ‘প্রতারকরা সময়ে সময়ে মোবাইল নম্বর পরিবর্তন করেও প্রচারণা চালিয়ে প্রতারণা করছে। তাই সব শিক্ষার্থীদের সতর্ক থাকার জন্য বলা হয়েছে।’