‘বিএনপি ধ্বংস করতে চায় সরকার’

এপ্রিল ২২, ২০১৩


1346915237Rafiqulমির্জা রাকিবুল হাসান, ঢাকা জার্নাল: 
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, ““দেশ একটা মহাসংকটের মধ্য দিয়ে চলছে। সরকারের স্বৈরাচারী মনোভাবের কাছে সংবাদপত্র এবং সকল বিরোধী দলগুলো আজ দিশেহারা। এ অবস্থায় বিএনপিকে ধ্বংস করতে সরকার পুলিশ ও আদালত ব্যবহার করছে।”

সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মতিঝিল থানা শ্রমিকদল আয়োজিত ‘মির্জা আব্বাসসহ কেন্দ্রীয়
নেতাদের মুক্তির দাবি’তে এক মানববন্ধনে প্রথান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

ব্যারিষ্টার রফিক বলেন, ‘‘পদ্মসেতু দুর্নীতির সঙ্গে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠরা সরাসরি জড়িত। এ জন্য কোনো পত্রিকা তাদের নাম প্রকাশ করেনি। কিন্তু, বিএনপি ক্ষমতায় আসলে তারা পার পাবেন না।’’

নেতাকর্মীদের নির্বিচারে গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ‘‘সরকার বিএনপির আন্দোলনকে প্রতিহত করতে সারাদেশে নির্বিচারে নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানি করছে। সরকার বুঝতে পেরেছে, তাদের পায়ের তলায় মাটি নেই।’’

দেশ সংকটে নিমজ্জিত উল্লেখ করে তিনি বলেন, ‘‘দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবস্থা বিরাজ করছে। কোনো মানুষের নিরাপত্তা নেই।”

জনগণের আন্দোলন সম্পর্কে ব্যারিস্টার রফিক বলেন, ‘‘নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে পুলিশ ও আদালতের মাধ্যমে সরকার হয়রানি করছে। বর্তমান আন্দোলন বিএনপির আন্দোলন নয়, তা জনগণের আন্দোলন। জনগণের এ আন্দোলনে সরকার টিকতে পারবে না।’’

হরতাল সফল করার বিষয়ে তিনি বলেন, ‘‘হরতালে দেশ অচল করা ছাড়া সরকার নেতাকর্মীদের মুক্তি দেবে না।”

হরতাল, অবরোধের মাধ্যমে নেতাকর্মীদের মুক্ত করার জন্য সর্বাত্মক হরতাল পালনে সহায়তা করার আহ্বান জানান ব্যারিস্টার রফিক।

সংবাদপত্রে সরকারের হস্তক্ষেপের বিষয়ে তিনি বলেন, ‘‘সরকার তার অপকর্ম ঢাকতে সংবাদপত্রের ওপর নগ্ন হস্তক্ষেপের অংশ হিসেবে সংবাদপত্র বন্ধ ও আমার দেশ পত্রিকার সম্পাদককে গ্রেফতার করে নির্যাতন করছে।”

তিনি অবিলম্বে মাহমুদুর রহমানসহ কেন্দ্রীয় নেতাদের মুক্তি দাবি করেন।

শ্রমিকদলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক জাকির হাসানসহ কেন্দ্রীয় নেতারা।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.