হামিদের পক্ষে তিনটি মনোনয়ন দাখিল

এপ্রিল ২১, ২০১৩

bd_presঢাকা জার্নাল:  অস্থায়ী প্রেসিডেন্ট আব্দুল হামিদের পক্ষে মনোনয়ন পত্র জমা দিয়েছে আওয়ামীলীগের সংসদীয় প্রতিনিধি দল।

রোববার বিকেলে উপদেষ্টা মন্ডলীর সদস্য তোফায়েল আহমেদের নেতৃত্বে এই মনোনয়ন জমা দেওয়া হয়।

এসময় আরো ছিলেন গাজী গোলাম দস্তগীর, আব্দুর রাজ্জাক, সাগুফতা ইয়াসমিন এমিলি, উপাধ্যক্ষ আব্দুস শহীদ, আব্দুল মতিন খসরু, অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া ও আ স ম ফিরোজ।

এসময় তোফায়েল আহমেদ বলেন, ‘আমরা আব্দুল হামিদের পক্ষে তিনটি মনোনয়ন জমা দিয়েছি। প্রথমটির প্রস্তাবনায়, সৈয়দ আশরাফ সমর্থনে তোফায়েল আহমেদ। দ্বিতীয়টির আসম ফিরোজ সমর্থনে সাগুফতা ইয়াসমিন এমিলি এবং তৃতীয়টির প্রস্তাবনায় ছিলেন, উপাধাক্ষ্য আব্দুস শহিদ সমর্থনে আব্দুল মতিন খসরু।

মনোনয়ন জমাদান শেষে সাংবাদিকদের তোফায়েল আহমেদ বলেন, প্রেসিডেন্ট পদের জন্য আব্দুল হামিদ একজন যোগ্য ব্যক্তি। তিনি দলমত নির্বিশেষে সকলের কাছে সমাদৃত। তার ব্যাপারে বিরোধী অন্যান্য দলেরও সমর্থন রয়েছে।

এসময় তিনি আরো বলেন, ‘নীতির প্রশ্নে তিনি কখনো আপোস করেননি। আশা করছি তিনি দক্ষতার সাথে কাজ করবেন।’

বিরোধীদলের প্রতি উদ্দেশ্যে করে তিনি বলেন, রাজপথে বিশৃংখলা না করে সংসদে এসে আলোচনা করলে দেশবাসী উপকৃত হতো। আমরা বিরোধীদলের প্রতি আহ্বান জানাই আপনারা সংসদে দেশের এবং মানুষের জন্য কাজ করুন।

সর্ব সম্মতিক্রমে আব্দুল হামিদকে দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। তার ব্যাপারে কারো কোন অভিযোগ ও অনুযোগ ছিল না।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.