শিক্ষাপ্রতিষ্ঠানে খুলে দেওয়ার সিদ্ধান্ত ৫ সেপ্টেম্বর

সেপ্টেম্বর ১, ২০২১

আগামী রবিবার (৫ সেপ্টেম্বর) শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সংক্রান্ত বিষয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।  ওই বৈঠকের পর জানিয়ে দেওয়া হবে কবে নাগাদ শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।  

বুধবার (১ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য জানান।

মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোভিড ১৯ পরিস্থিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে বুধবার (১ সেপ্টেম্বর) কোনও বৈঠক অনুষ্ঠিত হয়নি।

এর আগে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল শিক্ষা মন্ত্রণালয় যৌথসভা করবে ১ সেপ্টেম্বর)।

মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এখনও কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির মতামত পাওয়া যায়নি। বৃহস্পতবারের (২ সেপ্টেম্বর) মধ্যে কমিটির মতামত পাওয়া যেতে পারে। আর আগামী ৫ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সংক্রান্ত বিষয়ে আন্তঃমন্ত্রনালয় বৈঠক হওয়ার কথা রয়েছে।