কওমি মাদ্রাসা শিক্ষার্থীরাও পাবে ইউনিক আইডি

আগস্ট ১৫, ২০২১

দেশের কওমি, নুরানী, দীনিয়া, হাফেজিয়া, ফোরকানিয়া এবং ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষার্থীদের ইউনিক আইডি (ইউআইডি) দেবে সরকার। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ইউআইডি প্রস্তুত করতে প্রয়োজনীয় তথ্য চাওয়া হয়েছে।

প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের প্রোফাইল প্রণয়ন প্রকল্প থেকে এই তথ্য চাওয়া হয়।

উপ-প্রকল্প পরিচালক ড. সৈয়দ শামসুদ দোহা’র গত ১০ আগস্ট স্বাক্ষরিত আদেশে জানানো হয়- কওমি, নুরানী, দীনিয়া, হাফেজিয়া, ফোরকানিয়া এবং ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষার্থীদের ইউনিক আইডি দেওয়া হবে। ইউনিক আইডি প্রস্তুতের জন্য প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের উপজেলা/থানাভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা প্রয়োজন।

কওমি, নুরানী, দীনিয়া, হাফেজিয়া, ফোরকানিয়া এবং ইবতেদায়ি মাদ্রাসার উপজেলাভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা সংযুক্ত নির্ধারিত ছকে তথ্য পাঠাতে হবে। নির্ধারিত ছকে বিভাগ, জেলা, উপজেলা, প্রতিষ্ঠানের ধরন, প্রতিষ্ঠানের সংখ্যা, মোট শিক্ষার্থী কত- তা উল্লেখ করতে হবে।

শিক্ষার্থীর সংখ্যাসহ নির্ধারিত ছকে তথ্য পাঠাতে সব আঞ্চলিক উপ-পরিচালকদের নির্দেশ দেওয়া হয়।