জাতির জনক ও মুক্তিযুদ্ধ নিয়ে ব্যতিক্রমী আয়োজনে নর্থ সাউথকে ইউজিসির সাধুবাদ

আগস্ট ৫, ২০২১

মহান মুক্তিযুদ্ধ ও জাতির জনক বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ নিয়ে পাবলিক ও প্রাইভেট অনেক বিশ্ববিদ্যালয়ের আগ্রহ খুব কম দেখা যায়। হাতে গোনা দু-একটি পাবলিক বিশ্ববিদ্যালয় বাদ দিয়ে উচ্চ শিক্ষাঙ্গনে এক্ষেত্রে নিজেদের উদ্যোগে কাজ করার উদাহরণও কম। তবে প্রাইভেট বিশ্ববিদ্যালয় হলেও মহান মুক্তিযুদ্ধ ও মুজিববর্ষ নিয়ে অন্য সবার জন্য উদাহরণ সৃষ্টি করেছে দেশের শীর্ষ বেসরকারি উচ্চ শিক্ষাঙ্গন নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনসএসইউ)।

দেশ বিদেশের স্বনামধন্য ৪৭ জন লেখক ও রাজনিতিবিদদের লেখা নিয়ে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’নামে বইটি রচনা ও প্রকাশ ছাড়াও নর্থ সাউথ প্রতিষ্ঠা করেছে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার’। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে লিখিত দুই হাজারেরও বেশি বই ছাড়াও কর্ণারে আছে আরো দুর্লভ সব সংগ্রহ, যা ইতোমধ্যেই ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে। এছাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে আরো নানা আয়োজন সাজিয়েছিল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। বিষয়টি অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহিদুল্লাহ।

ইউজিসি চেয়ারম্যান সন্তোষ প্রকাশ করে বলেছেন, ‘অত্যন্ত ভাল কাজ করছে প্রতিষ্ঠানটি। এ ধরনের কাজ খুব প্রয়োজন আমাদের জন্য। তারা অনেক কাজ করছে। আমরা এ ধরনের কাজকে সাধুবাদ জানাই। আশাকরি নর্থ সাউথের পথ ধরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো এ ধরনের কাজে এগিয়ে আসবে।’

এক প্রশ্নের জবাবে ড. অধ্যাপক ড. কাজী শহিদুল্লাহ বলেন, ‘আসলে তুলনামূলকভাবে বেশি ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থাকা শিক্ষার্থীরা জাতির পিতা ও মুক্তিযুদ্ধ নিয়ে একটু কম সচেতন থাকে। দেখা যায় তারা বিদেশের অনেক কিছু জানে। তবে নর্থ সাউথের মতো অন্যরা যদি এভাবে কাজ করে তাহলে অত্যন্ত ইতিবাচক ফল পাবো আমরা।’

নর্থ সাউথ সরজমিন পরিদর্শনে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়টি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষ্যে নিয়েছেন ব্যতিক্রমী সব উদ্যোগ। বছরব্যাপী ‘মুজিববর্ষ’ পালনের লক্ষ্যে নেওয়া হয়েছে নানা এমন সব কর্মসূচি, যা এখন পর্যন্ত অন্য কোন শিক্ষা প্রতিষ্ঠানে এখন পর্যন্ত দেখা যায়নি। আয়োজনের অংশ হিসেবে বঙ্গবন্ধু ও বাংলাদেশ সম্পর্কে নতুন প্রজন্ম এবং বিশ্ববাসীকে জানানোর জন্য প্রকাশ করা হয়েছে বই। জাতির জনকের জীবন নিয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটি দেশ বিদেশের স্বনামধন্য ৪৭ জন লেখক ও রাজনিতিবিদদের লেখা নিয়ে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ নামে বই রচনা ও প্রকাশ করেছে। বিভিন্ন পর্যায়ের পাঠকদের কথা বিবেচনা করে বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই বইটি প্রকাশিত হয়েছে। বইটি ইতোমধ্যে প্রসংশা পাচ্ছে সব মহলে।

সম্প্রতি ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ বইয়ের ভার্চুয়াল মোড়ক উন্মোচন করা হয়। যে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি। এখানেই শেষ নয়, কেন্দ্রীয় লাইব্রেরিতে স্থাপন করা হয়েছে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার’। গবেষকদের মধ্যে গবেষণা স্বর্ণপদক ও সম্মাননা দেওয়া হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার’ এ মহান মুক্তিযুদ্ধের পাশাপাশি বঙ্গবন্ধুর জীবনী নিয়ে লেখা দুই হাজার ১৭৮টি বই, সামগ্রী এবং ছবির বিশাল সংগ্রহ রয়েছে। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে লিখিত এই কর্ণারে সংরক্ষিত আছে। বঙ্গবন্ধু এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কিত গবেষণা কাজে এই কর্ণারে রাখা সকল বই এবং ছবিগুলো ব্যবহার করা যাবে।

ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ বলেছেন, বীর মুক্তিযোদ্ধার সন্তানদের নর্থ সাউথ সম্পূর্ণ বিনা বেতনে অধ্যায়নের সুযোগ দিয়েছে। এ পর্যন্ত প্রায় এক হাজার ৩০০ মুক্তিযোদ্ধার সন্তানকে বিনা বেতনে পডাশোনা করার সুযোগ দেওয়া হয়েছে। নর্থ সাউথ ইউনিভার্সিটি প্রতিবছর বিজয় দিবসে অভিভাবক মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও ক্রেস্ট দিয়ে থাকে।

এছাড়া শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির সহায়তায় আয়োজিত ১০০ দিনব্যাপী ‘বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ’ প্রতিযোগিতার নলেজ পার্টনার ছিলো নর্থ সাউথ। এ প্রতিযোগিতায় সারা দেশের বিভিন্ন পর্যায়ের এক কোটিরও বেশি ছাত্রছাত্রী অংশ নেয়। এনএসইউ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষের স্মারক হিসেবে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত কলম তৈরি করেছে। বছরব্যাপী নানা আয়োজনে এই করোনাকালেও ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যানসহ প্রতিষ্ঠানটির ট্রাস্টি বোর্ড সদস্যরা।