রাষ্ট্রপতি হচ্ছেন আব্দুল হামিদ

এপ্রিল ২০, ২০১৩

hamidঢাকা জার্নাল: অস্থায়ী রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদকেই পরবর্তী রাষ্ট্রপতি করা হচ্ছে।

শুক্রবার আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই এ ইঙ্গিত দিয়েছেন বলে সভা সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, সভায় রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কথা উঠলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ইঙ্গিত দেন।

আগামী রোববার (২১ এপ্রিল) আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে আব্দুল হামিদ অ্যাডভোকেটকে মনোনয়ন দেওয়ার পর তিনি নির্বাচন কমিশনে মনোনয়ন পত্র জমা দেবেন বলে জানা গেছে।

সূত্র আরও জানায়, চট্রগ্রামের ফটিকছড়িরর ঘটনার মতো ঘটনা সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য বিএনপি নেতারা বিশেষ করে খন্দোকার মোশাররফ হোসেন ও সাদেক হোসেন খোকা যে উস্কানি দিয়েছেন তার সমালোচনা করা হয় সভায়। সেই সঙ্গে এ ধরনের উস্কানিমূলক বক্তব্য যারা দিচ্ছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে সভায়।

এদিকে নওগাঁ-৫ আসনের উপ-নির্বাচনে আগামী ২২ এপ্রিল আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করার জন্য সভা মুলতবি করা হয়।

শুক্রবার রাতে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের মুলতবি সভায় প্রয়াত সংসদ সদস্য আব্দুল জলিলের স্ত্রী রেহানা জলিল, নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফজলে রাব্বি, সাধারণ সম্পাদক আব্দুল মালেকসহ ১৪ জনের সাক্ষাৎকার নেওয়া হয়।

প্রধানমন্ত্রীর সরকারি বাসববন গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, আওয়ামী লীগ সভাপতি ও দলের সংসদীয় বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে গত ৯ এপ্রিল সংসদীয় বোর্ডের সভায় ১৫ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত আগ্রহী প্রার্থীদের মধ্যে দলের মনোনয়ন ফরম বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়।

গত মার্চ মাসে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও দলের উপদেষ্টা পরিষদ সদস্য আব্দুল জলিলের মৃত্যুর পর জাতীয় সংসদের এ আসনটি শূণ্য হয়।

আগামী ২৫ মে নওগাঁ-আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

সূত্র: বিএন২৪

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.