রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. আনিসুজ্জামানের ৮৪তম জন্মদিন পালন

ফেব্রুয়ারি ১৯, ২০২১

প্রয়াত জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের ৮৪ তম জন্মদিন পালন করেছে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে স্থাপিত তাঁর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের সচিব, ট্রাস্টি বোর্ড ও সমন্বয়কারী ট্রাস্টি রবিন খান।

ড. আনিসুজ্জামানের জন্মদিনে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন উপাচার্য সৈয়দ মোহাম্মদ শাহেদ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আলতাফ হোসেন, জনসংযোগ উপদেষ্টা মোস্তফা মল্লিকসহ বিশ্ববদ্যালয়ের বিভাগীয় প্রধানরা এসময় উপস্থিত ছিলেন।

ঘরোয়া পরিবেশে অনুষ্ঠিত জন্মদিন পালনের অনুষ্ঠানে ট্রাস্টি রবিন খান বলেন, ‘দেশের সব প্রগতিশীল আন্দোলনের অগ্রবর্তী মানুষ ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান আমাদের মাঝে নেই, এটা ভাবতেই কষ্ট লাগে। তাঁর ভালো কাজগুলো ধরে রাখতে পারলেই দেশ সামনের দিকে এগিয়ে যাবে।’

উপাচার্য সৈয়দ মোহাম্মদ শাহেদ বলেন, অধ্যাপক আনিসুজ্জামানের পরিচয় নানাভাবেই দেওয়া যায়। দেশের বরেণ্য শিক্ষাবিদ, লেখক ও গবেষক, ভাষাসংগ্রামী, মহান মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ অংশগ্রহণকারী, সংবিধানের অনুবাদক, ভালো মানুষ, ভালো শিক্ষক তিনি। যতোদিন বেঁচে ছিলেন দেশকে দিয়েছেন সবকিছু। বেঁচে থাকলে আজ জাতীয় এ অধ্যাপক ৮৪ বছরে পা দিতেন।’

উল্লেখ্য, গত বছরের ১৪ মে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ৮৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ড. আনিসুজ্জামান। বাংলাদেশের প্রখ্যাত এই শিক্ষাবিদ ও লেখক ১৯৩৭ সালের ১৮ ফেব্রুয়ারি কলকাতার পশ্চিমবঙ্গের ২৪ পরগনা জেলার বসিরহাটে জন্মগ্রহণ করেন।

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান।