জনগণকে বিক্ষোভে নামার আহ্বান সু চির

ফেব্রুয়ারি ১, ২০২১

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে দেশটির নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী। এসময় মিয়ানমারের রাষ্ট্রপতি উইন মিন্ত, ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চি-সহ শাসকদলের শীর্ষ কয়েকজন নেতাকে আটক করা হয়।

এ ঘটনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে মিয়ানমারের জনগণকে বিক্ষোভে নামার আহ্বান জানিয়েছেন সু চি।
সোমবার (১ ফেব্রুয়ারি) ভোরে আটক হন সু চি।

দ্য গার্ডিয়ান জানায়, আটক হওয়ার কয়েক ঘণ্টা পর মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে জনগণকে বিক্ষোভে নামার আহ্বান জানিয়েছেন সু চি। সোমবার দেশটির ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি বিবৃতি প্রকাশ করা হয়।

সেনাবাহিনী স্বৈরতন্ত্র কায়েম করতে চায় মন্তব্য করে ওই বিবৃতিতে সু চির পক্ষ থেকে বলা হয়, ‘আমি জনগণের প্রতি এটি মেনে না নেওয়ার আহ্বান জানাই। এ সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখান এবং আন্তরিকভাবে বিক্ষোভে নামুন। ’

এনএলডির চেয়ারম্যান উইন হেইন বলেন, ওই বিবৃতি নির্ভরযোগ্য এবং এটি সু চির ইচ্ছার প্রতিফলন। ’

তিনি বলেন, ‘আমার জীবনের দিব্যি দিয়ে বলছি, এটি অং সান সুচির নির্ভরযোগ্য বিবৃতি, যা তিনি জনগণের উদ্দেশে দিয়েছেন।