‘করোনার নতুন স্ট্রেইনে হাসপাতালে ভর্তি আরও বাড়বে’

ডিসেম্বর ২৫, ২০২০

যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন স্ট্রেইনটি আরও সংক্রামক বলে প্রতীয়মান হচ্ছে। এক সমীক্ষায় দেখা গেছে, এর ফলে আগামী বছর এতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির হার আরও বেড়ে যাতে পারে। বাড়তে পারে মৃতের সংখ্যাও।

সমীক্ষাটি চালিয়েছে লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিকাল মেডিসিন-এর সেন্টার ফর ম্যাথমেটিক্যাল মডেল অব ইনফেকশাস ডিজিজ। এতে দেখা গেছে, করোনাভাইরাসের অন্যান্য স্ট্রেইনের তুলনায় এটি ৫৬ শতাংশ বেশি সংক্রমণযোগ্য।

এর আগে ব্রিটিশ কর্তৃপক্ষ জানিয়েছিল, করোনার নতুন স্ট্রেইনটি প্রচলিত স্ট্রেইনের তুলনায় ৭০ শতাংশ বেশি সংক্রমণযোগ্য।

১৯ ডিসেম্বর যুক্তরাজ্যের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা প্যাট্রিক ভ্যাল্যান্স বলেছেন, ভাইরাসটির প্রায় দুই ডজন মিউটেশন রয়েছে যা প্রোটিনকে প্রভাবিত করতে পারে।

আশঙ্কা করা হচ্ছে, ভাইরাসটির নতুন এই স্ট্রেইন সদ্য অনুমোদন পাওয়া ভ্যাকসিনগুলোর কার্যকারিতা কমিয়ে দিতে পারে। তবে ইউরোপের স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা বলছে, নতুন স্ট্রেইনটির ফলে হয়তো ফাইজার ও বায়োএনটেক-এর টিকার কার্যকারিতায় খুব বেশি হেরফের হবে না।

এদিকে যুক্তরাজ্যে উচ্চ সংক্রমণ হারের করোনাভাইরাসের নতুন স্ট্রেইনটি এখনও নিয়ন্ত্রণের বাইরে নয় বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির জরুরি কর্মকাণ্ড বিষয়ক পরিচালক মাইকেল রায়ান বলেছেন, মহামারির বিভিন্ন ধাপে সংক্রমণের উচ্চ হার সত্ত্বেও আমরা এটিকে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে সমর্থ হয়েছি। ফলে বিদ্যমান পরিস্থিতি সেই অর্থে নিয়ন্ত্রণের বাইরে নয়। তবে এটিকে (করোনার নতুন স্ট্রেইন) তার নিজস্ব গতিতে চলতে দেওয়া যেতে পারে না।

মাইকেল রায়ান বলেন, এই মুহূর্তে আমাদের যা করা দরকার সেটি হচ্ছে কিছুটা সময় নিয়ে ভাইরাসটিকে নিয়ন্ত্রণে আনতে আমদের তৎপরতা আরও জোরদার করা।

নতুন রূপে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার জন্য লাখ লাখ মানুষের স্বাস্থ্যবিধি মেনে না চলাকেই মূলত দায়ী করা হচ্ছে।