‘বাংলাদেশ উন্নয়নশীল দেশের তালিকার শীর্ষ’

এপ্রিল ১৮, ২০১৩

image_1179_332033ঢাকা জার্নাল: বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডাব্লিও মজিনা বলেছেন, ‘প্রেসিডেন্ট ওবামার দৃষ্টিতে সফল উন্নয়নশীল দেশের তালিকার শীর্ষে রয়েছে বাংলাদেশ।’

মজিনা ব্রি’র উচ্চফলনশীল ধানের জাতসহ বিভিন্ন লাগসই প্রযুক্তির প্রশংসা করে বলেন, ‘এ প্রতিষ্ঠানের কল্যাণেই বিগত চার দশকে চাল উৎপাদন তিনগুণ বাড়িয়ে দেশটি এখন এ অঞ্চলে আর্থসামাজিক ক্ষেত্রে সফলতার বিরল দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছে। এদেশকে এখন আর তলাবিহীন ঝুড়ি বলা যাবে না। এটি এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ একটি দেশ।’

বুধবার গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) পরিদর্শনে এসে এক বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

মজিনা বলেন, ‘এ দেশ কৃষি ক্ষেত্রে যে বৈপ্লবিক সফলতা অর্জন করেছে, শিক্ষাক্ষেত্রেও অনুরূপ সফলতা আনতে হবে। কোনো দেশে জনসংখ্যা বাড়লেও দক্ষ ও শিক্ষিত জনগোষ্ঠী কখনো দেশের জন্য বোঝা হয় না। এ দেশে এখনও অনেক শিশু অপুষ্টিতে ভুগছে। এজন্য কৃষিবিজ্ঞানীদের আরও কাজ করতে হবে।’

ব্রির মহাপরিচালক ড. ইসলাম বলেন, ‘কৃষি বিজ্ঞানীদের প্রচেষ্টায় দেশে ‘ম্যাজিক্যালি’ খাদ্য উৎপাদন বাড়ছে। যা পাশের অনেক দেশেই সম্ভব হয়নি। এটি একটি রুল মডেল। এজন্য (খাদ্য উৎপাদনের ক্ষেত্রে) এ প্রতিষ্ঠানটি নোবেল পুরস্কার পাওয়ার দাবি রাখে।’

পরে মার্কিন রাষ্ট্রদূত ব্রি’র গবেষণা মাঠ, ল্যাব, জিন ব্যাংকসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।

ব্রির মহাপরিচালক ড. মো. সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জমসের আহাম্মদ খন্দকার, পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. কামাল উদ্দিন, বিনার মহাপরিচলক ড. আব্দুস সাত্তার, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির, আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের (ইরি) বাংলাদেশ প্রতিনিধি ড. টিমথি ডেভিড রাসেল, ব্রির পরিচালক (প্রশাসন) জীবন কুমার বিশ্বাস, ব্রির পরিচালক (গবেষণা) ড. মো. শমসের আলী প্রমুখ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিসহ ব্রির ১৮টি গবেষণা বিভাগের প্রধান, ঊর্ধ্বতন বিজ্ঞানী ও কর্মকর্তারা যোগ দেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.