ভারত থেকে ৫০ হাজার টন চাল কেনার সিদ্ধান্ত

ডিসেম্বর ৯, ২০২০

বুধবার (৯ ডিসেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের অনুপস্থিতিতে আইনমন্ত্রী আনিসুল হকের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩৫তম বৈঠকে এই প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রিসভা বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ মোস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

বৈঠক শেষে অনলাইনে তিনি জানান, ৫০ হাজার টন নন-বাসমতি চাল কেনার জন্য সরকারের ব্যয় হবে ২ কোটি ২ লাখ ১৭ হাজার ৫শ’ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় ১৭১ কোটি ৪৪ লাখ ৪৪ হাজার টাকা।

অতিরিক্ত সচিব বলেন, ‘ভারতের মুম্বাইয়ের কোম্পানি এম এস রিকা গ্লোবাল ইম্প্যাকটস লিমিটেড বাংলাদেশকে এই চাল সরবরাহ করবে।’