জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন টিটি কলেজে ২০২১ শিক্ষাবর্ষে বিএড ভর্তি শেষ হচ্ছে ৭ ডিসেম্বর

নভেম্বর ২৭, ২০২০

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত দেশের বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজগুলোতে ২০২১ শিক্ষাবর্ষের বিএড ভর্তি শেষ হচ্ছে আগামী ৭ ডিসেম্বর।  যারা এখনও ভর্তি হননি তাদের ভর্তি হতে হবে নির্ধারিত দিনের মধ্যেই। 

শুক্রবার (২৭ নভেম্বর) বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ শিক্ষক সমিতির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজে ভর্তির ক্ষেত্রে প্রার্থীদের সতর্ক করে জানানো হয়, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বাংলাদেশের সব বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ মানসম্পন্ন টিচার্স ট্রেনিং কলেজ নয়। ২০০৮ সালে শিক্ষামন্ত্রণালয় বিভিন্ন সমস্যায় অভিযুক্ত মানহীন ৩৭টি বেসরকারি টিটি কলেজকে লাল তালিকাভুক্ত করে বাতিলের জন্য সুপারিশ করে।

তাই সচেতন শিক্ষকদের প্রতি অনুরোধ, আপনি কি দেশের সেরা মানসম্পন্ন কলেজ থেকে বিএড ডিগ্রি নেবেন নাকি মামলাবাজ বিতর্কিত কলেজ থেকে বিএড ডিগ্রি নেবেন? এ সিদ্ধান্ত আপনার। আপনি যদি কোনোরূপ হয়রানি ছাড়া এমপিওভুক্ত শিক্ষক হতে চান কিংবা উচ্চতর বিএড স্কেল পেতে আগ্রহী হোন, তাহলে আপনাকে মানসম্পন্ন বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ থেকে বিএড প্রশিক্ষণ গ্রহণ করার আহ্বান জানাই।

ধানমন্ডির ইন্টারন্যাশনাল এডুকেশন কলেজের অধ্যক্ষ ও বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ড. নজরুল ইসলাম খান বলেন, ‘মানসম্মত কলেজগুলোয় যাতে প্রশিক্ষণার্থীরা ভর্তি হতে পারেন, বিতর্কিত প্রতিষ্ঠানে যেনও কেউ ভর্তি হয়ে বিপদে না পড়েন, সে কারণেই আমরা ভর্তির ক্ষেত্রে প্রশিক্ষণার্থীদের সচেতন থাকার পরামর্শ দিচ্ছি। ‘

২০২১ শিক্ষাবর্ষে যেসব কলেজে ভর্তি হওয়া যাবে

>> খানবাহাদুর আহসান উল্লা টিচার্স ট্রেনিং কলেজ, শ্যামলী, ঢাকা। ফোনঃ ০১৭৭১-৩৭৯১১৭, ০১৭১১১৫৪১৯৮;

>> ইন্টারন্যাশনাল এডুকেশন কলেজ, ধানমন্ডি-৮, ঢাকা। ফোনঃ ০১৭১১-২৮৯৭৫৪, ০১৬৭৮৬২৭৮০৭;

>> ন্যাশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা। ফোনঃ ০১৯১৫৬০০১৫২, ০১৮১৯১৬৮৬৫৫;

>> আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজ, উত্তরা, সেক্টর-৫, ঢাকা। ফোনঃ ০১৭৭৩৯৫৯৭৫১, ০১৭১৫-৪০২০১১;

>> হাশেম উদ্দীন বিএড কলেজ, নবাবগঞ্জ, ঢাকা। ফোনঃ ০১৭৩২২৩৪৩৭৩;

>> ফাতিমা রহমান টিচার্স ট্রেনিং কলেজ, নারায়ণগঞ্জ। ফোনঃ ০১৬৭৬-৪২৪৩৮১;

>> গাজীপুর টিচার্স ট্রেনিং কলেজ, চান্দনা, গাজীপুর। ফোনঃ ০১৭১২২৬৪৬৩৭, ০১৭১১১০৫৩৮৫;

>> এম এ রউফ শিক্ষক প্রশিক্ষণ কলেজ, গোপালগঞ্জ। ফোনঃ ০১৭১২১৫১০৮৮;

>> সানফ্লাওয়ার টিচার্স ট্রেনিং কলেজ, ফরিদপুর। ফোনঃ ০১৭১৬০৮৭৩৭২;

>> রাজবাড়ি টিচার্স ট্রেনিং কলেজ, রাজবাড়ি। ফোনঃ ০১৭১৫৪৩৫৩৬৬;

>> টাঙ্গাইল টিচার্স ট্রেনিং কলেজ, কাগমারি রোড, টাঙ্গাইল। ফোনঃ ০১৭২০৪৫২০১৮;

>> কিশোরগঞ্জ টিচার্স ট্রেনিং কলেজ, চরমারিয়া, কিশোরগঞ্জ। ফোনঃ ০১৭১৮-৯৬৮৪৪৪;

>> টিচার্স এডুকেশন কমপ্লেক্স, মুক্তাগাছা, ময়মনসিংহ। ফোনঃ ০১৭২১২৯২২৪৯; 

>> নোয়াখালী টিচার্স ট্রেনিং কলেজ, মাইজদীকোর্ট, নোয়াখালী। ফোনঃ ০১৭১৭০৩০৬৩৯;

>> লক্ষীপুর টিচার্স ট্রেনিং কলেজ, লক্ষীপুর। ফোনঃ ০১৭১৬০৭৪২১৪;

>> উত্তরবঙ্গ শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়, কাজলা, রাজশাহী। ফোনঃ ০১৭১২০৪১৪২৭;

>> পার্বতীপুর বিএড কলেজ, পার্বতীপুর, দিনাজপুর। ফোনঃ ০১৭১২-৯৩৩৮১৯;

>> ভিক্টোরিয়া টিচার্স ট্রেনিং কলেজ লক্ষ্মীবাজার, ঢাকা। ফোনঃ ০১৯১৩৫৮১৯৬৮

>> লালমিয়া টিচাস ট্রেনিং কলেলজ, বরগুনা। ফোনঃ ০১৭১৮৮২৯২৮৮