মানিলন্ডারিং ও প্রতারক চক্রের মূল হোতা গ্রেফতার

অক্টোবর ২২, ২০২০

বহুল আলোচিত প্রতারণা মানিলন্ডারিং চক্রের অন্যতম মূলহোতা নাইজেরিয়ান নাগরিক রিচার্ড ফিলিফ পরিচয়দানকারী স্যামুয়েলকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা-এনএসআই আকট করে রাজধানীর খিলখেত থানায় সোপর্দ করেছে। দীর্ঘদিন ধরে প্রতারণার আশ্রয় নিয়ে মোবাইল ফোনের মাধ্যমে বহু নিরীহ মানুষের নিকট থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা-এনএসআই প্রতারক চক্রের কার্যক্রম দীর্ঘদিন থেকে বিভিন্নভাবে নজরদারি করে আসছিল। এর ধারাবাহিকতায় স্যামুয়েলকেকে ২১ অক্টোবর রাত সাড়ে ৮টায় রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, স্যামুয়েলের মূল পেশা ছিল সাধারণ মানুষদের অনলাইনে পুরস্কার দেওয়ার কথা বলে তাদের নিকট থেকে বিকাশ অথবা ব্যাঙ্কের অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পয়সা আদায় করা।টাকা হাতিয়ে নেওয়ার পর তারা তাদের ব্যবহৃত মোবাইল সিমটি অন্যত্র ফেলে দিত।

স্যামুয়েল দীর্ঘদিন যাবৎ নিজেকে কোকাকোলার বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ হিসেবে পরিচয় দিতেন এবং মানুষদেরকে বলতেন কোকাকোলা কোম্পানি আপনার নামে পুরস্কার পাঠিয়েছে। পুরস্কার নেওয়ার জন্য আপনাকে নির্দিষ্ট অঙ্কের টাকা ব্যাংকের মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে পরিশোধ করতে হবে। তারপরই আপনি আপনার পুরস্কারটি হাতে পাবেন বলে মানুষদের ধোকা দেওয়া হতো।

এছাড়া ও স্যামুয়েল বিভিন্ন সময় বিভিন্ন পরিচয় দিতো। তার প্রতারণার শিকার হয়ে বহু নিরীহ মানুষ অনেক টাকা-পয়সা হারিয়েছে। এখনও অন্যান্য চক্র একইভাবে নিরীহ মানুষদের নিকট থেকে টাকা-পয়সা হাতিয়ে নেওয়ার চেষ্টায় লিপ্ত রয়েছে বলে জানা গেছে।

স্যামুয়েলকে খিলক্ষেত থানায় সোপর্দ করার পর মামলা প্রক্রিয়া চলছে।