কাওরান বাজারে প্রবাসীদের অবরোধ, যান চলাচল বন্ধ

অক্টোবর ৪, ২০২০

রাজধানীর কাওরান বাজারে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের সামনে টোকেন প্রত্যাশী প্রবাসীরা অবস্থান নিয়েছেন। রবিবার (৪ অক্টোবর) সকাল ৮টা থেকে টোকেন দেওয়ার কথা থাকলেও বেলা ১টা পর্যন্ত টোকেন বিতরণ শুরু হয়নি। টোকনে না পেয়ে ক্ষুব্দ প্রবাসীরা দুপুর ২টার দিকে রাস্তায় অবস্থান নেয়। এতে কাওরান বাজর মোড়ে যানচলাচল বন্ধ হয়ে যায়।

প্রবাসীদের দাবি, যাদের ভিসার মেয়াদ শেষ তাদের আগে টোকেন বিতরণ করতে হবে। রাত থেকেই সোনারগাঁও হোটলের আশেপাশে অবস্থান নেয় প্রবাসীরা। সকাল থেকে তারা অপেক্ষা করতে থাকেন টোকেনের জন্য। তবে টোকেন বিতরণ শুরু না হলে প্রবাসীরা ক্ষুব্দ হয়ে ওঠেন।

)সকাল ১০টার দিকে হোটেল সোনারগাঁও এর দেয়াল টপকে ভেতরে প্রবেশের চেষ্টা করেন অনেকেই। এক পর্যায়ে প্রবাসীরা সোনারগাঁও হোটেলের নিরাপত্তা কর্মীদের উপেক্ষা করেই ভেতরে প্রবেশে করেন। হুড়োহুড়িতে আহত হন কেউ কেউ।