‘হরতাল রাজনৈতিক সমস্যার সমাধান নয়’

এপ্রিল ১৬, ২০১৩

image_49157_01ঢাকা জার্নাল: শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, হরতাল কোনো রাজনৈতিক সমস্যার সমাধান নয়। আলোচনার মাধ্যমে এসব সমস্যার সমাধান করতে হবে।

তাই তিনি রাজনৈতিক দলগুলোকে হরতালের রাজনীতি থেকে সরে আসার আহ্বান জানান।

মঙ্গলবার দুপুরে দি-সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির উদ্যোগে সিলেটের শিল্পখাতের উন্নয়ন ও বিকাশের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, “ক্ষমতায় যাওয়ার জন্য যারা হরতাল দিয়ে জনগণকে জিম্মি করতে চায়। তাদের জানা উচিৎ হরতাল দিয়ে কখনো ক্ষমতায় যাওয়া যায় না।”

হরতালে গার্মেন্টস শিল্প সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, “ঘন ঘন হরতালের কারণে গার্মেন্টস শিল্পের ব্যাপক ক্ষতি হয়েছে। বিদেশি ক্রেতারা এ শিল্পের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে।”

তিনি দেশ ও জাতির স্বার্থে হেফাজতের ডাকা ৫ মে ঢাকা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করার আহবান জানান।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.