তিতাসের বিরুদ্ধে লোক দেখানো তদন্ত কমিটি: মান্না

সেপ্টেম্বর ৭, ২০২০

নারায়ণগঞ্জের মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনাকে দুর্ঘটনা বলা যায় না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ‘গ্যাস লিকেজের ব্যাপারে মসজিদ কর্তৃপক্ষ তিতাসকে জানানোর পরও ৫০ হাজার টাকা ঘুষ না পাওয়ায় তারা কোনও ব্যবস্থা নেয়নি। এখন সরকারের পক্ষ থেকে তিতাসের কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে লোক দেখানো তদন্ত কমিটি গঠন করা হয়েছে ‘

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকালে নাগরিক ঐক্যের এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

মান্না বলেন, ‘তিতাসের এই অব্যবস্থাপনার দায় কি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এড়াতে পারে? এই দায় কি সরকারের নয়? কোনও অনিয়ম, অব্যবস্থাপনা সামনে আসলেই কিছু কর্মকর্তা-কর্মচারীর ঘাড়ে সেই দায় চাপিয়ে সরকারের ব্যর্থতা আড়ালের চেষ্টা করা হয়।’