যশোরে বোমা ও ছুরিকাঘাতে ৩ জন আহত

এপ্রিল ১৬, ২০১৩

ঢাকা জার্নাল, যশোর: যশোরে যাত্রী উঠানো নিয়ে এক ইজিবাইক চালককে লক্ষ করে বোমা হামলা ও দুই জনকে ছুরিকাঘাত করা হয়েছে।

বোমায় তুহিন হোসেন(২৮)ও ছুরিকাঘাতে বাবুল (২৬) ও সাগর (২৫) নামে ৩ জন ইজিবাইক চালক আহত হয়েছেন। আহতদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এদের সবার বাড়ি শহরের পূর্ববারান্দিপাড়ায়।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে শহরতলীর শেখহাটিতে এ ঘটনা ঘটে। ঘটনার পর ইজিবাইক চালকরা ঢাকা রোড অবরোধ করে প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ রাখেন।

আহত সাগর  জানান, দুপুরে বহিরাগত ইজিবাইক চালক তুহিন ঢাকা রোডের শেখহাটি এলাকা থেকে যাত্রী উঠাচ্ছিলেন। তখন স্থানীয় চালকরা যাত্রী উঠাতে নিষেধ করেন।

এ ঘটনার জের ধরে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে শেখহাটির চালকদের পক্ষ নিয়ে স্থানীয় সন্ত্রাসী জুয়েলসহ এলাকার কিছু দুর্বৃত্ত একটি বোমা নিক্ষেপ করে।

এ বোমা হামলায় তুহিন আহত হন। তাকে রক্ষা করতে এলে বাবুল ও সাগরকে ছুরিকাঘাত করা হয়।

যশোর কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাব্বিরুল আলম  জানান, ইজিবাইকে যাত্রী উঠানো নিয়ে দু’পক্ষের বিরোধে একজন আহত হয়েছেন। তবে, বোমা বিস্ফোরণের কোনো আলামত তিনি পাননি।

ঘটনার পর বাইক চালকরা ঢাকা রোড অবরোধের চেষ্টা করলেও আলোচনার মাধ্যমে পরে তাদের সরিয়ে দেওয়া হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.