৩ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি

আগস্ট ২৭, ২০২০

বিশ্বব্যাপী মহামারী করোনার কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৩ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগষ্ট) শিক্ষা মন্ত্রণালয় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের জানান ছুটি আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এরপর আবাও বিজ্ঞপ্তি দিয়ে শিক্ষা মন্ত্রণালয় জানায় ৩ অক্টোবর পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর ১৭ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। কয়েক দফা বাড়িয়ে আগামী ৩১ আগস্ট পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়। সর্বশেষ বৃহস্পতিবার এ ছুটি ৩ অক্টোবর পর্যন্ত বাড়ানো হলো।

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের এ সময় পাঠদানের ধারাবাহিকতা রাখতে সংসদ টিভি এবং বেতারে ক্লাস পরিচালনা ছাড়াও অনলাইনে পাঠদানের কার্যক্রম পরিচালিত হবে।