ফুটবলাররা পারিশ্রমিকে ছাড় দিতে রাজি, তবে…

আগস্ট ২৬, ২০২০

করোনাভাইরাসের কারণে প্রিমিয়ার ফুটবল লিগ পরিত্যক্ত হয়েছে। এখন জোর দাবি উঠেছে নতুন করে ফুটবল মৌসুম শুরু করার। সেই লক্ষ্যে বাফুফের পেশাদার লিগ কমিটি ধারাবাহিকভাবে সভা করে যাচ্ছে। ক্লাবগুলোর পর মঙ্গলবার (২৫ আগস্ট) ফুটবলারদের সঙ্গে আলোচনা করেছে তারা। সেখানে মামুনুল-রানা-তপুরা নতুন মৌসুমের পারিশ্রমিকে ছাড় দিতে রাজি। তবে তার আগে পরিত্যক্ত মৌসুমের পুরো পারিশ্রমিকই চান তারা।

বাফুফে ভবনে অনুষ্ঠিত সভা শেষে জাতীয় দলের সাবেক অধিনায়ক মামনুল ইসলাম বলেছেন, ‘আমরা সবাই ছাড় দিতে রাজি। সবাই মিলে চেষ্টা করলে সুন্দর সমাধান আসবে। এখন যদি আমরা অগের চুক্তি অনুযায়ী পুরো পারিশ্রমিক পাই, তাহলে নতুন মৌসুমে ছাড় দেওয়ার সুযোগ থাকবে। এছাড়া যারা কম পারিশ্রমিকে খেলছে, তাদের দিকটিও দেখতে হবে। সেভাবেই যেন সবকিছু হয়।’

জাতীয় দলের গোলকিপার আশরাফুল ইসলাম রানারও একই মত, ‘আমরা দ্রুত খেলায় ফিরতে চাই। সেপ্টেম্বরে দলবদল করে যেন নভেম্বরে খেলা মাঠে গড়ায়। চুক্তি অনুযায়ী ক্লাবগুলোকে আগের পারিশ্রমিক দিতে হবে। তখন নতুন চুক্তিতে ৫০ থেকে ৬০ ভাগ ছাড় দেওয়া যাবে। কেউ অন্য দলে চলে গেলে তখন সেভাবে ক্লাব ও ওই খেলোয়াড় কথা বলে নেবে।’

খেলোয়াড়দের সঙ্গে কথা বলে পরবর্তী সভায় বিষয়টির সমাধান আশা করছেন বাফুফের পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী, ‘গত মৌসুমে শুধু ফেডারেশন কাপ হয়েছে। এই মুহূর্তে সবাই চাইছে দ্রুত খেলা শুরু হোক। তবে এটা হঠাৎ একদিনে শুরু করা যাবে না। ক্লাবের পর খেলোয়াড়দের সঙ্গে কথা হলো। তাদের বার্তাগুলো নিয়ে এখন আবারও ক্লাবগুলোর সঙ্গে বসবো। আশা করছি আগামী এক সপ্তাহের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে।’